ম্যানচেস্টারে অলরাউন্ডার স্টোকসের অনন্য কীর্তি
অলরাউন্ডার সত্তা ধারণ করে দিনকে দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বেন স্টোকস। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার চলমান ম্যানচেস্টার টেস্টে গড়েছেন অন্যরকম এক কীর্তি।
অনন্য এই কীর্তি একই টেস্টে কমপক্ষে আড়াইশ রান ও একাধিক উইকেট শিকারের। স্টোকসের আগে এই কীর্তি দেখিয়েছেন মাত্র ৭ জন ক্রিকেটার। তাদের অনেকেই অবিসংবাদিত কিংবদন্তি।
Also Read - দুইটি টি-২০ ও একটি ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত
শেষদিনে এসে জমে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ- ম্যানচেস্টার টেস্ট। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ১৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলা স্টোকস দ্বিতীয় ইনিংসে খেলেন ৭৮ রানের ঝড়ো ইনিংস।
ব্যাট হাতে ম্যাচে ২৫৪ রান করা স্টোকস ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে শিকার করেছিলেন একটি উইকেট। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ১৩৭ রান জড়ো করতেই হারিয়েছে ৫টি উইকেট, তাতে একটি উইকেট স্টোকসের। অর্ধ-শতক হাঁকানো জার্মেইন ব্ল্যাকউডকে জস বাটলারের ক্যাচে পরিণত করেই স্টোকস জায়গা করে নিয়েছেন একই টেস্টে আড়াইশ রান ও দুই উইকেট শিকারের অভিজাত তালিকায়।
স্টোকসের আগে এই কীর্তি গড়েছেন ৭ ক্রিকেটার। তারা হলেন- বিজয় হাজারে, ফ্রাঙ্ক ওরেল, ভিনু মানকাড, জাভেদ মিয়াঁদাদ, সনাথ জয়াসুরিয়া, বীরেন্দর শেবাগ ও তিলকরত্নে দিলশান। এদের মধ্যে দিলশান কীর্তিটি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে।
একনজরে একই টেস্টে ২৫০ রান ও ২ উইকেট নেওয়ার যত কীর্তি-
নাম | দেশ | সাল | প্রতিপক্ষ |
বিজয় হাজারে | ভারত | ১৯৪৮ | অস্ট্রেলিয়া |
ফ্রাঙ্ক ওরেল | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৫০ | ইংল্যান্ড |
ভিনু মানকাড | ভারত | ১৯৫২ | ইংল্যান্ড |
জাভেদ মিয়াঁদাদ | পাকিস্তান | ১৯৭৬ | নিউজিল্যান্ড |
সনাথ জয়াসুরিয়া | শ্রীলঙ্কা | ১৯৯৭ | ভারত |
বীরেন্দর শেবাগ | ভারত | ২০০৮ | দক্ষিণ আফ্রিকা |
তিলকরত্নে দিলশান | শ্রীলঙ্কা | ২০০৯ | বাংলাদেশ |
বেন স্টোকস | ইংল্যান্ড | ২০২০ | ওয়েস্ট ইন্ডিজ |
Cricketers with 250+ runs & 2 or more wickets in a Test-
V Hazare vs AUS, 1948
F Worrell vs ENG, 1950
M Mankad vs ENG, 1952
J Miandad vs NZ, 1976
S Jayasuria vs IND, 1997
V Sehwag vs SA, 2008
T Dilshan vs BAN, 2009
BEN STOKES vs WI, TODAY#WIvENG— Imran Hasan (@Imranhasan02) July 20, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।