Scores

ম্যানেজার সুজনের চেয়ে কোচ সুজনের অভিজ্ঞতা বেশি!

জাতীয় দলের কোচ কথন নিয়ে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত নামটি খালেদ মাহমুদ সুজনের। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বিসিবির অধীনস্থ বিভিন্ন পদে যুক্ত আছেন আগে থেকেই। এবার তার আগ্রহের জায়গা কোচের পদটিও। এ নিয়ে অনেক রসিকতা সৃষ্টি হলেও সুজন আছেন তার নিজ ভাবনাতেই।

উইকেটের পক্ষে সাফাই গাইলেন সুজনও

জাতীয় দলের সাথে সুজনের সবচেয়ে বেশি কাজ করা ম্যানেজারের ভূমিকায়। সাকিব-তামিমরা বিদেশে উড়াল দেওয়ার সময় ম্যানেজার হিসেবে বোর্ডের প্রথম পছন্দ সুজনই। সেদিক থেকে তার ‘কোচ’ পরিচয়ের অস্তিত্ব এখনও কাগজে-কলমে পাওয়া যায়নি কার্যত। তবে সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ম্যানেজার হিসেবে কাজ করার চেয়েও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা বেশি তার!

Also Read - সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ


সুজন বলেন, ‘শেষ তিন বছর প্রায় নিয়মিতই ম্যানেজার ছিলাম। তবে এটা সত্য, জাতীয় দলে বেশি সময় ধরে ম্যানেজার হিসেবে কাজ করেছি। যদিও ব্যক্তিগতভাবে আমার ম্যানেজারের চেয়ে কোচিং অভিজ্ঞতা অনেক বেশি।’

সুজনের মতে, তার কোচিং করানোর সময় ইতোমধ্যে পার করেছে ১২ বছর! তিনি বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের বয়স প্রায় এক যুগ হতে চললো। এ দীর্ঘ সময় ঢাকার ক্লাব ক্রিকেট, জাতীয় লিগ, বিসিএল ও বিপিএলে নিয়মিত কোচিং করিয়েছি।

বাংলাদেশের আগামী মিশনে সুজনকে দেওয়া হয়েছে ‘টেকনিক্যাল ডিরেক্টর’-এর দায়িত্ব। যদিও তিনি নিজে একে আখ্যা দিচ্ছেন কোচের ভূমিকা হিসেবে! তার ভাষ্য, ‘আসলে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় সুযোগ। কোচিংয়ের এ কাজটাই অনেক বেশী উপভোগ করি আমি। কোচিং আমার খুব পছন্দের জায়গা এবং বছরের একটা বড় সময় আমি এই কোচিং করাতেই বেশি অভ্যস্ত।’

সুজন আরও বলেন, ‘এটা সত্যি যে, জাতীয় দলের ব্যানারে আগে কখনোই কোচিং করাইনি। কিন্তু এখন যারা জাতীয় দলে খেলছে, টিম বাংলাদেশের যারা অপরিহার্য সদস্য- সেই তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহসহ প্রায় সবার সাথে কোন না কোনভাবে এক দলে কোচিং করানোর অভিজ্ঞতা আমার আছে। এদের সবার সাথেই কোচ হিসেবে কাজ করেছি।

আরও পড়ুনঃ জয়-পরাজয়ে কেমন কাটলো টাইগারদের ২০১৭?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম