যতদিন বয়স আছে জাতীয় দলে ফেরার আশাও থাকবে : মিঠুন

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-24T17:40:29+06:00
আপডেট হয়েছে - 2024-02-24T17:40:29+06:00
যে আশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মোহাম্মদ মিঠুনের, জাতীয় দলে সে প্রতিভার মেলে ধরতে পারেননি মিঠুন। দলে জায়গা হারানোর পাশাপাশি আশাহত করেছেন নির্বাচকদেরও। তবে এই ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী মিঠুন নিজেই। তাই আশা ছাড়ছেন না আবারো জাতীয় দলে ফেরার।
মোহাম্মদ মিঠুন
টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল মিঠুনে। একই বছরে ওয়ানডে অভিষেকও হয় তার। তারপর প্রায় সাড়ে চার বছর পর হয় টেস্ট অভিষেক। জাতীয় দলে অভিষেকের ১০ বছর পূর্ণ হয়ে গেছে। মিঠুন খেলেছেন ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৩৪টি ওয়ানডে ম্যাচ ও ১০টি টেস্ট ম্যাচ। মেটাতে পারেননি দলের প্রত্যাশা, তাই বাদও পড়েছেন।
টেস্টে মিঠুনের সংগ্রহ ১৮.৫০ গড়ে ৩৩৩ রান। ওয়ানডেতে ২৭.৪৭ গড়ে করেছেন ৭১৪ রান। টি-টোয়েন্টিতে ১০.৫৮ গড়ে আছে ১২৭ রান। এমন ব্যর্থতার পর বাদ পড়াই স্বাভাবিক। জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন বিডিক্রিকটাইমকে জানিয়েছিলেন, মিঠুনের এমন ব্যর্থতায় তিনি ও নির্বাচক প্যানেলের সবাই আশাহত হয়েছেন। মিঠুনের কণ্ঠেও ঝরল একই সুর।
মিঠুন বিডিক্রিকটাইমকে বলেন, "আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। এমন না যে আমি হাল ছেড়ে দিয়েছি চেষ্টা করছি না আমি অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করছি। আফসোস যেমন সুমন ভাইয়ের আছে, আমারও আছে। দিনশেষে তো ভুক্তভোগী আমি।"
জাতীয় দলে ফেরা আশা মোটেও ছাড়ছেন না মিঠুন। করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। এবার বিপিএলে নেতৃত্ব দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সকে। তবে ব্যাট হাতে কাটেনি খুব একটা ভালো সময়। ১১ ম্যাচে ২০.৪ গড়ে করেছেন ২০৪ রান। স্ট্রাইকরেট প্রায় ১২৪।
নিজের প্রচেষ্টা সম্পর্কে মিঠুন বলেন, "এখনো আমি আশা করি। চেষ্টা করে যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি। এখনো বয়স শেষ হয়ে যায়নি। যদি আমি সঠিক পথে থাকি এবং কাজগুলো ঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আবার জাতীয় দলে ফেরার সুযোগ আসবে।"
আবারো জাতীয় দলে ফেরার আশা সম্পর্কে ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, "অবশ্যই যতদিন বয়স থাকবে, ক্রিকেট খেলব, জাতীয় দলে ফেরার আশাও থাকবে।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।