Scores

যদি পারতাম সব ম্যাচেই নট আউট থাকতাম : মিঠুন

মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিলে আরও ভালো খেলতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এছাড়া ধারাবাহিকভাবে দলে খেলার ওপরও জোর দিয়েছেন আলোচিত এই তারকা। 

দলের পারফরম্যান্স চমৎকার লাগছে মিঠুনের কাছে

মিঠুন বিশ্বাস করেন, নিয়মিত দলে সুযোগ পেলে অর্থাৎ আস্থা রাখলে নিজেকে প্রমাণের সম্ভাবনাও বেড়ে যায়। বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি আল্লাহর রহমতে টেকনিক্যালি বেশ ভালো। আমার মনে হয় মানসিকভাবে যদি নিজেকে আরেকটু গুছিয়ে নিতে পারি তাহলে আমি আরও বেশি ধারাবাহিক হতে পারব আশা করি। সাথে আমার টানা ও নিয়মিত ম্যাচ খেলাও গুরুত্বপূর্ণ। নিয়মিত খেললে আপনি খেলার ধরন ধরতে পারবেন। এই খেলছেন এই খেলছেন না এমন হলে নিজের খেলাও গুছিয়ে নেওয়া কঠিন হয়।’

Also Read - বাংলাদেশে পৌঁছে কোয়ারেন্টিন শুরু লঙ্কানদের


দেশের বাইরে মিঠুনের পারফরম্যান্স নিয়ে নানান কথা হয়। যদিও নিউজিল্যান্ডের মত কঠিন কন্ডিশনে, বড় ব্যাটসম্যানরাও যেখানে সংগ্রাম করেন, সেখানে বেশ সমীহ জাগানিয়া পরিসংখ্যান তার। দেশের মাটিতে খেলা হলেও যে নিয়মিত সুযোগ পান তাও নয়।

মিঠুনের ভাষায়, ‘আমি গত কয়টা ওয়ানডে বিদেশে খেলেছি? খুব বেশি খেলা হয়নি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসই ভালো হয়েছে। এর পরের ওয়ানডে নিউজিল্যান্ডে খেলা। অন্য জায়গায় সেভাবে ম্যাচও খেলা হয়নি, যে কারণে পারফরম্যান্সেও ধারাবাহিকতা দেখা যায়নি। আপনি টানা ম্যাচ না খেললে কতটুকু ধারাবাহিক সেটা বোঝা অনেক কঠিন।’

শচীন টেন্ডুলকারের মত গ্রেটরাও সব ম্যাচে ভালো করেননি- এমনটি উল্লেখ করে মিঠুন আরও বলেন, ‘আউট হওয়া কারও কাম্য না। আমি যদি পারতাম সব ম্যাচেই নট আউট থাকতে আমি অবশ্যই সেটা চেষ্টা করতাম। দিনশেষে এখানে কখনও ভালো করবেন কখনও ব্যর্থ হবেন। কেউ ইচ্ছা করে খারাপ খেলে না। শচীন এত সফল, সে কিন্তু সব ম্যাচে রান করেনি। সবাই চায় প্রত্যেক ম্যাচে রান করতে, দলকে জেতাতে। মাঝেমধ্যে হবে মাঝেমধ্যে হবে না এটাই স্বাভাবিক। আমি চেষ্টা করি দলের চাহিদা অনুযায়ী খেলতে। ব্যক্তিগত মাইলফলকের জন্য কখনই খেলি না।’

Related Articles

আশরাফুলের ব্যাটে কার্ডিফ রূপকথার ১৬ বছর

চূড়ান্ত হল ডিপিএলের সুপার লিগের সূচি

গণমাধ্যমে খবর প্রকাশে ‘বিব্রত’ সাব্বির, সানির ‘ইউটার্ন’

ফিঞ্চের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেলেন মিজানুর

ডিপিএলের সুপার লিগের ছয় দল চূড়ান্ত