যারা বলত আইপিএলের যোগ্য নই, তারাই ভারত দলে চাইছে : পরাগ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-03T23:51:12+06:00
আপডেট হয়েছে - 2024-07-03T23:51:12+06:00
প্রথমবারের মতো সুযোগ হয়েছে ভারত দলে। উত্তেজনায় মোবাইল আর পাসপোর্টই হারিয়ে ফেলেছিলেন রিয়ান পরাগ। আইপিএলে দিনের পর দিন বাজে পারফর্ম করার কারণে একসময় লাগাতার ট্রলের শিকার হয়েছেন রিয়ান পরাগ। ভারতীয় এই ক্রিকেটার অবশেষে যখন আন্তর্জাতিক অভিষেকের দুয়ারে, তখন একহাত নিলেন তার সমালোচকদের। যদিও দলে সুযোগ পেতে না পেতে তার এসব ঝাঁঝালো বক্তব্য ভালোভাবে নেননি সমর্থকরা।
আইপিএলে রাজস্থান রয়্যালসের ঘরের ছেলে পরাগ। আসামের এই ক্রিকেটারের উপর এতদিন ধরে আস্থা রেখে শুধু গত মৌসুমেই একটু বলার মতো যা পারফরম্যান্স মিলেছে। তবে তাতেই মিলে গেছে জাতীয় দলের টিকিট। জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতের তরুণ একটি দল, যে দলের কেউই ছিলেন না বিশ্বকাপ দলে অর্থাৎ ভারতের প্রথম দলে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করলেই যে পরাগ ঢুকে যাবেন আগামী দিনের প্রথম দলের বিবেচনায়, সে কথা তো না বললেও চলে।
তবে সুযোগ পেয়েই পরাগ ক্ষোভ ঝেড়েছেন তার সমালোচকদের নিয়ে। তিনি বলেন, 'আমি যত কটূক্তি সহ্য করেছি তা সহজ নয়। গত বছর আমি নিজের সাথে নিজে কথা বলি, আর সেটা কাজে দেয়। এরপরই আমি ঘুরে দাঁড়াই। হয়ত আমার প্রস্তুতি কম ছিল, কিছু জায়গায় ঘাটতি ছিল। তবে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।'
আগের ৫ আসরে ফিফটি ছিল মাত্র একটি। তবে আইপিএলের সর্বশেষ আসরে এই ক্রিকেটার চারটি ফিফটি হাঁকান, ১৫ ম্যাচে রান করেন ৫৭৩। তিনি বলেন, 'মানুষ যা খুশি বলেছে আমাকে নিয়ে। গত বছরই অনেকে বলছিল আমি আইপিএল খেলার যোগ্য নই। এখন তারাই আমাকে ভারত দলে চাইছে। এভাবেই মানুষ বদলে যায়।'
অবশ্য এসব কটূক্তি আর সমালোচনাই তাকে সহায়তা করেছে। পরাগ বলেন, 'মানুষকে এসব যন্ত্রণাই পরিণত করে তোলে। কোটি কোটি মানুষ আইপিএলের দর্শক, সেখানে ভালো না খেললে খারাপ লাগে। মানুষের কথায় যন্ত্রণা আরও বেড়ে যেত। মনে হতো, কেন এত কটাক্ষ সহ্য করতে হয়? কেন এত নেতিবাচক কথা বলে?' রিয়ান পরাগ অবশ্য তার আইপিএল দল রাজস্থান রয়্যালসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জানিয়েছেন, দলের আস্থাই তাকে সেরাটা বের করে আনতে সহায়তা করেছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।