যার জন্য হতো অভিশাপ, বিতর্কিত নিয়মকে তিনিই জানালেন স্বাগত
১৪ বছর বয়সে টেস্ট খেলতে নেমে হইচই বাঁধিয়ে বসেছিলেন। ১৯৯৬ সালে হাসান রাজা ১৪ বছর ২৩৩ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেন পাকিস্তানের হয়ে। তবে আইসিসি যখন ১৫ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পথ বন্ধ করে দিয়েছে, তখন রাজাই বেশ খুশি।
সম্প্রতি বয়স নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যা নিয়ে বেশ বিতর্কও দেখা দিয়েছে। নিয়মটি হল- আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ক্রিকেটারদের ন্যূনতম বয়স হতে হবে ১৫। শুধু জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটই নয়, অনূর্ধ্ব-১৯ পর্যায়েও কোনো ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না যদি তার বয়স ১৫ বছরের কম হয়।
Also Read - বাড়ছে সাইফউদ্দিনের ফেরার অপেক্ষাখেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। কৈশোর বয়সের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারেন কি না, তা অনেকদিন ধরেই বিতর্কের বিষয়। হয়ত আইসিসি মাথায় রেখেছে বয়স চুরির বিষয়টিও। হাসান রাজা মনে করছেন, বিতর্ক হলেও আইসিসি সঠিক কাজই করেছে।
বিডিক্রিকটাইম এর সাথে আলাপচারিতায় রাজা বলেন, ‘আইসিসি ঠিক কাজ করেছে। আমার রেকর্ড অক্ষুণ্ণ থেকে গেল বলে বলছি না, খেলোয়াড়রা আসলে মানসিক দৃঢ়তা ও পরিপক্বতা অর্জনই করে ১৫ বছর বয়সের পর। আমি যখন টেস্ট খেলছি, তখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ৪০০ উইকেটের মালিক কোর্টনি ওয়ালশ। আমার মত তরুণ ব্যাটসম্যানের জন্য তার গতি সামলানো কঠিন ছিল।’
স্কুল ক্রিকেটে ভালো করে নির্বাচকদের দৃষ্টি কেড়ে নেওয়া রাজা জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন হুট করে। অবশ্য ৭টি টেস্ট ও ১৬টি ওয়ানডেতেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার, ২০০৫ সালে। ২০১৮ সালের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেন না আর।
রাজা বলেন, ‘আমার প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। মুশতাক মোহাম্মদের (১৫ বছর ১২৪ দিনে অভিষেক) রেকর্ড ভেঙে তারই হাত থেকে অভিষেক ক্যাপ নিয়েছিলাম। এখন আমার লক্ষ্য দেশের জন্য তরুণ ক্রিকেটার তৈরি করা আর আমি এই কাজেই পূর্ণ মনোযোগ রাখছি।’
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের বয়স বিতর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘তখন বয়সের প্রমাণ থাকতো না, সনদ থাকতো না। এখন তো আমাদের সবার জাতীয় পরিচয়পত্র আছে।’
আইসিসি নতুন নিয়ম প্রণয়ন করায় হাসান রাজা চিরজীবন ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হয়ে থাকবেন। জাতীয় দলের হয়ে পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরেরও কম বয়সে অভিষেক হয়েছে মাত্র তিনজনের। বাকি দুইজন হলেন রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।