যুক্তরাষ্ট্রে খেলতে নিজ দেশকে বিদায় বললেন লঙ্কান তারকা
মাত্র ২৯ বছর বয়সে নিজ দেশের ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের তারকা ক্রিকেটার সেহান জয়াসুরিয়া। এবার তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলতে চান বলে দাবি লঙ্কান গণমাধ্যমের।
সেহানের অবসরের বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, ‘জাতীয় দলের খেলোয়াড় সেহান জয়াসুরিয়া, যে শ্রীলঙ্কাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছে, ঘরোয়া ও আন্তর্জাতিক দলে আর নিজেকে বিবেচনাধীন রাখছে না।’
Also Read - কমে গেল টাইগারদের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্যমূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও বল হাতেও দলে অবদান রাখতেন সেহান। ২০১৫ সালে অভিষেকের পর খেলেছেন ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি। ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কার জার্সিতে নিজের সর্বশেষ টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক ম্যাচটি খেলেন।
সেহান নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কা ছেড়ে তিনি এবার যুক্তরাষ্ট্রে থিতু হবেন এবং পরিবারের সাথে সেখানেই থাকবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন সেহান। লঙ্কান গণমাধ্যম দাবি করেছে, তিনি সেখানে গিয়ে ক্রিকেট চালিয়ে যাবেন। এমনকি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলবেন বলেও দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।
শ্রীলঙ্কা জাতীয় দল ছাড়াও বিপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সুনাম কুড়িয়েছিলেন সেহান। যুক্তরাষ্ট্রে খেলা চালিয়ে গেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যেতে পারে তাকে।
National player Shehan Jayasuriya, who represented Sri Lanka in both ODIs and T20I formats have informed SLC, that he will no longer be available for the selection of domestic or international cricket tournaments with immediate effect.
READ: https://t.co/cWQbGFiGX2 pic.twitter.com/dAGopOJMT7— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 8, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।