Scores

যুবরাজকে এত অল্প দামে পাওয়ার আশা করেনি মুম্বাইও!

যুবরাজ সিং- ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর নায়ক। ২০১৫ সালে আইপিএলের নবম আসরে ১৬ কোটি রুপি দাম পেয়েছিলেন। এখনও সেটিই হয়ে আছে আইপিএলের ময়দানে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি মূল্য।

যুবরাজ

অথচ সেই যুবরাজ এবারের আইপিএলে দল পাচ্ছিলেন না। গত মঙ্গলবার আইপিএলের প্রথম দফা নিলামে তিনি অবিক্রীতই দেখে যান। তাকে কিনে নিতে তখন আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যঞ্চাইজিই। এরপর দ্বিতীয় দফা নিলামে তোলা হলে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেটি মাত্র এক কোটি রুপীর বিনিময়ে!

যেখানে তারকা খ্যাতি নেই এমন তরুণ ক্রিকেটারও কোটি কোটি টাকার বিনিময়ে দল পেয়েছেন সেখানে এক কোটি রুপিতে যুবরাজের কোনোমতে দল পাওয়ার ব্যাপারটি এসেছে আলোচনায়। এবার এ নিয়ে মুখ খুলেছেন খোদ মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি। তিনি নিজেই জানিয়েছেন, এত অল্প দামের বিনিময়ে যুবরাজকে পাওয়া যাবে সেটি তিনি নিজেই ভাবেননি!

Also Read - আগ্রাসী রিয়াদকেই দেখতে চান সাকিব


যুবরাজকে কোনো দল নিচ্ছিল না বলে দলে নিয়েছেন- মুম্বাই ইন্ডিয়ান্সের বিষয়টি এমনও নয়। ফর্ম পড়ে গেলেও এখনও যুবরাজকে দলটি দেখছেন বিশ্বমানের ক্রিকেটার হিসেবেই। তরুণদের বিকাশে সহায়তার আস্বাস করে সম্প্রতি আকাশ বলেন, আমরা যুবরাজের ক্যারিয়ার বাঁচানোর জন্য দলে নেইনিযুবরাজকে আমাদের প্রয়োজনসে এমন একজন বিশ্বেমানের ক্রিকেটার যে সব ট্রফি জিতেছেতাছাড়া ওনার প্রচুর অভিজ্ঞতা আছেদলে অনেক তরুণ ক্রিকেটার আছে, তাদের সমৃদ্ধ করার জন্য যুবরাজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে।’

একই দলে সুযোগ পেয়েছেন লাসিথ মালিঙ্গাও। তার মূল্যও কম। শ্রীলঙ্কার পেসার গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শক হিসেবে কাজ করলেও এবার আবারও খেলোয়াড়ের ভূমিকায়। ২ কোটি রুপি মূল্য পাওয়া মালিঙ্গার পাশাপাশি যুবরাজ প্রসঙ্গে আকাশ আরও বলেন, যুবরাজ এবং মালিঙ্গাকে আমরা এত কম টাকায় পেয়ে যাব ভাবিনিসত্যি কথা বলতে যুবরাজের জন্য আমাদের আরও বাজেট ছিলএক কোটি টাকায় তাকে পেয়ে যাওয়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে লাভজনক ব্যবসা।’

আরও পড়ুন: মিরপুরে খেলা বলেই আশাবাদী সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল ছাড়া ২০২০ শেষ হতে দেখতে চান না সৌরভ

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

অবসরের আগে বিদেশি লিগ খেলতে চেয়ে বিপাকে ভারতীয় স্পিনার

না বুঝেই সাকিবকে ধুয়ে দিলেন পাকিস্তানি সাংবাদিক