Scores

যুবরাজের তবে আরও অনেক দেওয়ার আছে!

যুবরাজ সিং, ভারতের কিংবদন্তী ক্রিকেটার। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতকে এনে দিয়েছেন বিশ্বকাপ। যদিও ফর্ম পড়তির দিকে থাকায় ক্রিকেট অঙ্গনে এখন তার খেলোয়াড় সত্তা নিয়ে কাড়াকাড়ি কম।

যুবরাজের তবে আরও অনেক দেওয়ার আছে!

ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের এই নায়ক। ২০১৫ সালে আইপিএলের নবম আসরে ১৬ কোটি রুপি দাম পেয়েছিলেন। এখনও সেটিই হয়ে আছে আইপিএলের ময়দানে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া রেকর্ড।

Also Read - গুনারত্নের অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতল শেখ জামাল


অথচ সেই যুবরাজ এবারের আইপিএলে দলই পাচ্ছিলেন না। ১২তম আইপিএলের প্রথম দফা নিলামে তিনি অবিক্রীতই থেকে যান। তাকে কিনে নিতে তখন আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যঞ্চাইজিই। এরপর দ্বিতীয় দফা নিলামে তোলা হলে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেটি মাত্র এক কোটি রুপীর বিনিময়ে!

যেখানে তারকা খ্যাতি নেই এমন তরুণ ক্রিকেটারও কোটি কোটি টাকার বিনিময়ে দল পেয়েছেন সেখানে এক কোটি রুপিতে যুবরাজের কোনোমতে দল পাওয়ার ব্যাপারটি আলোচনা-সমালোচনার জন্ম দেয়। খোদ মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানিও জানিয়েছিলেন, এত অল্প দামের বিনিময়ে যুবরাজকে পাওয়া যাবে সেটি তিনি নিজেই ভাবেননি!

আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই হেরে গেলেও সেই যুবরাজই ছিলেন উজ্জ্বল। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ৩৫ বলে ৫৩ রানের এক ইনিংস খেলে জয় এনে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন, যদিও সঙ্গীদের সমর্থনের অভাবে সফল হননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, মূল্যায়ন পান বা না-ই পান; ক্রিকেট খেলে যাবেন ততদিন যতদিন তা উপভোগ করছেন।

যুবরাজ বলেন, ‘আমি আসলে ক্রিকেট খেলাটা পছন্দ করি। তাই ক্রিকেট খেলছি। আমার কাছে যখন মনে হবে ক্রিকেটকে আমার আর কিছুই দেয়ার নেই তখন আমি নিজ থেকেই বিদায় বলে দেব।’

অনেকে আইপিএলে যুবরাজের অবসরও দেখে ফেলেছিলেন, যদিও এখনও খেলছেন জাতীয় দলের হয়ে! যুবরাজের ভাষ্য, ‘হয়তো আমি গত আইপিএলে প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি, যে কারণে আমার অবসর নিয়ে কথা হচ্ছে। তবে আমি ওসব চিন্তা করছি না। আমার বিশ্বাস আমি আমার সেরাটা উজাড় করে দিতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়