Scores

যেকোনো মূল্যে আর্চারকে বিশ্বকাপ দলে চান ফ্লিনটফ

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যর দল ইতোমধ্যে ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দলে ঠাই হয়নি আলোচিত নাম জোফরা আর্চারের। তবে এই অলরাউন্ডারকে যেকোন মূল্যে বিশ্বকাপ দলে দেখতে চান সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যর দল ঘোষণার আগে সবচেয়ে আলোচিত নাম ছিল বোলিং অলরাউন্ডার জোফরা আর্চারের। তাকে ঘিরে ইংলিশ মিডিয়া ও ক্রিকেট অঙ্গনে কম আলোচনা হয়নি। ইংল্যান্ড দলে তার অন্তর্ভুক্তি অনেক বর্তমান ক্রিকেটারও দ্বিমত পোষণ করেছিল। তাকে ঘিরে সব আলোচনার অবসান ঘটায় বিশ্বকাপ দল ঘোষণার পর।

Also Read - পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়


জায়গা হয়নি বার্বাডোজে জন্ম নেওয়া এই বোলিং অলরাউন্ডারের। বিশ্বকাপ দলে জায়গা না মিললেও ইতোমধ্যে ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আর্চার। দল ঘোষণা করলেও তাকে নিয়ে এখনো আলোচনা কমেনি। ইংল্যান্ড বিশ্বকাপ দলে যে কারো জায়গায় তাকে দলে চাইছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ফ্লিনটফ। সম্প্রতি বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করেন ফ্লিনটফ।

“আর্চার অসাধারণ একজন ক্রিকেটার… অবিশ্বাস্য! কী নেই তার মধ্যে। যে কারো পরিবর্তে তাকে আমি দলে চাই। তাকে আমি দেখেছি। অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে তার মধ্যে। ও স্লোয়ার, বাউন্সার- সব কৌশলই রয়েছে তার মধ্যে।”

আর্চারকে দলে নেওয়ার ইস্যুতে ফ্লিনটফ টেনে আনলেন ২০০৫ সালের অ্যাশেজকে। তিনি বলেন,

“সেই সময়ও পিটারসনের দলের অন্তর্ভুক্তিও অনেকেই পছন্দ করেনি। তার কারণ, থ্রোপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিল সে। আমার বিশ্বাস আর্চারেরও সেই সামর্থ্য আছে সবার মন জয় করার।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য ভারতের

ইনিংস ব্যবধানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত

ইডেনে আমন্ত্রিত প্রথম টেস্টের সবাই, বেল বাজাবেন শেখ হাসিনা

তিন সিনিয়রকে বাদ দিয়েই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ভারতের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এলগারের