Scores

যেখানে অনন্য জাভেদ ওমর বেলিম!

ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে একপ্রান্ত আগলে রেখে সব ব্যাটসম্যানের বিদায় দেখা- অসাধারণ এক কীর্তিই বটে! দল কটটুক সফল হল সেই প্রশ্ন আসতেই পারে। তবে প্রতিপক্ষের বোলারদের সামলে সারাক্ষণ উইকেটে জেঁকে বসে থাকা চাট্টিখানি কথা নয়।

যেখানে অনন্য জাভেদ ওমর বেলিম!

সম্প্রতি মেলবোর্ন টেস্টে এমন কীর্তি গড়েছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। আর তার এমন কীর্তিতে ফের উঠে এসেছে বাংলাদেশি ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের নাম। এই কীর্তি যে আছে বেলিমেরও!

Also Read - ২০১৭ঃ বিডিক্রিকটাইম বর্ষসেরা ওয়ানডে একাদশ


১৬ বছর আগে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বেলিম, যদিও অলআউট হয়ে গিয়েছিল দল। অবশ্য শুধু টেস্টই নয়, বেলিমের এমন কীর্তি আছে ওয়ানডেতেও। আর দুই ফরম্যাটে এমন কীর্তি গড়েছেন বেলিম ছাড়া আর মাত্র তিনজন ক্রিকেটার।

অ্যালিস্টার কুকের অপরাজিত থাকা ইনিংসে বেলিমের সেই কীর্তির স্মৃতিচারণ সম্ভব হল আবার। আর তাতে ভালো লাগা কাজ করছে তার। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে বেলিম বলেন, খুব ভালো লাগে। মনে হয়, দেশের হয়ে ক্রিকেট খেলে আমারও কিছু অর্জন আছে। এই অর্জনগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়।

অভিষেক টেস্টে ঐ কীর্তি গড়া ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, দলের জন্য তো চ্যালেঞ্জ ছিলই। আমার নিজেকে প্রমাণেরও একটা বিষয় ছিল। অভিষেক টেস্টটা খেলতে না পারার দুঃখ বয়ে বেড়াচ্ছিলাম। বুলাওয়েতে প্রথম টেস্টে ফিফটি করে নিজেকে যেন ফিরে পেলাম। এরপর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে অপরাজিত থেকে ব্যাট ক্যারি করলাম। ম্যাচটা আমরা হেরে না গেলে তৃপ্তিটা পুরোপুরি পেতাম। কিন্তু তারপরও ইনিংসটা অনেক সাহস জুগিয়েছিল।

কুকের ইনিংসের সাথে নিজের ইনিংসের তুলনা না করলেও একই কীর্তি গড়ায় তৃপ্তি খুঁজে নিচ্ছেন বেলিম, কুকের ইনিংসটার সঙ্গে হয়তো আমারটার কোনো তুলনাই হয় না। কিন্তু নিজেরটা তো মনে পড়েছেই। কুক ২৪৪ রান করে ব্যাট ক্যারি করেছিল, আমি ৮৫ করে ব্যাট ক্যারি করেছিলাম। কিন্তু তৃপ্তিটা এখানে একই তালিকায় আমরা দুজনেই আছি। ক্রিকেট খেলে এগুলোই তো অর্জন।

আরও পড়ুনঃ হাথুরুসিংহেকে ‘গুডলাক’ জানালেন তামিম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কুকের বদলি নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে ইংল্যান্ড

র‍্যাঙ্কিংয়ে উত্থান কুক-অ্যান্ডারসনের, শীর্ষ অলরাউন্ডার সাকিব

ইংল্যান্ডের জয়েই কুকের ক্যারিয়ারের ইতি

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার ‘কুক’

রানের খাতা খুলেই কুকের মাইলফলক স্পর্শ