Scores

যেখানে ঈদ করবেন ক্রিকেটাররা

রোববার চাঁদ দেখা গেলে সোমবার উদযাপিত হবে ঈদ-উল-ফিতর। অধিকাংশ ক্রিকেটাররাই ঈদ উদযাপন করবেন নিজ নিজ গ্রামে। ঢাকাতেও থাকবেন বেশ কয়েকজন।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা প্রতি বছরের মতো এবারও নড়াইলে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করবেন গ্রামে। সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিম এখনো ইউরোপ ভ্রমণ শেষ করেনি। কিছু দিন আগেই প্রায় দুই মাস আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে কাটিয়েছিল বাংলাদেশ। খেলা শেষে ক্রিকেটাররা ফিরে এলেও সেখানে ছুটি কাটানো শুরু করেন চার জন। তাদের মধ্যে একজন মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পাতায় মুশফিকুর রহিম রোববার  ইতালির ভেনিস থেকে ছবিও পোস্ট করেন মুশফিক। তবে ঈদের আগে দেশে ফিরবেন তিনি।

টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের ঈদ মাগুরায় করতে পারেন। এছাড়া ওপেনার তামিম ইকবাল করবেন চট্টগ্রামে।

Also Read - পজিশন পরিবর্তনে ইমরুলের হতাশা


বাগেরহাটে ফিরে যেতে পারছেন না পেসার রুবেল হোসেন। চোটের কারণে থাকতে হচ্ছে ঢাকাতে। নিজ গ্রাম সাতক্ষীরাতে ঈদ করবেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। যদিও চোটের কারণে কিছুটা ম্লান হয়েছে রুবেলের ঈদের আনন্দ। খুলনাতে ঈদ করবেন উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহান। ৩০ জুন বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

স্পিনার তাইজুল ইসলাম চলে গিয়েছেন নাটোরে। বরিশালে ঈদ করবেন পেসার কামরুল ইসলাম রাব্বি। নিজ গ্রাম মেহেরপুরে ফিরে গিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। দুই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকতের গ্রাম ময়মনসিংহে। সেখানেই ঈদ করবেন দুজন।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঈদের ছুটি উপভোগ করছেন ক্রিকেটাররা