Scores

যেখানে কোহলির থেকেও এগিয়ে মাহমুদউল্লাহ, মুশফিক

বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন মাহমুদউল্লাহ। পঞ্চপান্ডবেরও অন্যতম তিনি। কিন্তু গতবছর চন্ডিকা হাথুরুসিংহ কোচ থাকাকালীন বাংলাদেশ জাতীয় দলে নড়বড়ে হয়ে যেতে শুরু করে তার অবস্থান। কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচে খেলার সুযোগ হারান তিনি। এবং স্বয়ং বিসিবি সভাপতির হস্তক্ষেপ ছাড়া হয়ত চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হতো না তার। ক্রিকেটানুরাগীরা বঞ্চিত হতো তার কার্ডিফ-বীরত্ব উপভোগ থেকে

যেখানে কোহলির থেকেও এগিয়ে মাহমুদউল্লাহ, মুশফিক
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। ফাইল ছবি-

কিন্তু চলতি বছরটা মাহমুদউল্লাহর জন্য একদমই অন্যরকম। সময় যে সবসময় কারও একই রকম যায় না, এর সবচেয়ে বড় উদাহরণ হয়ত তিনিই। যে তিনি গতবছর দল থেকে একপ্রকার ছিটকেই পড়ছিলেন, সেই তিনিই এখন পর্যন্ত এ বছর লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়।

এখন পর্যন্ত চলতি বছরে বাংলাদেশের হয়ে ৩১টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ, যা অন্য যেকোনো দেশী খেলোয়াড়ের চেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিম খেলেছেন তার থেকে একটি ম্যাচ কম, ৩০টি। এবং এই দুইজন খেলোয়াড়ই রয়েছেন বিশ্বব্যাপী এই বছর সবচেয়ে বেশি আন্তর্জাতিক খেলোয়াড়দের তালিকায় সেরা দশে।

সামগ্রিক তালিকার শীর্ষস্থানটি যৌথভাবে দখল করে রেখেছেন দুই ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো ও জস বাটলার। এই বছর তারা এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছেন। তৃতীয় ও চতুর্থ স্থান দুইটিরও মালিকানা দুই ইংলিশের – আদিল রশিদ ও জো রুটের খেলা ম্যাচ সংখ্যা ৩৩।

Also Read - সাকিবের জন্য সমর্থকদের ভালোবাসায় অভিভূত শিশির


মুশফিক মাহমুদউল্লাহ

বিস্ময়কর হলেও সত্য যে, এই তালিকায় নেই ভারতের বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম। সামগ্রিকভাবে পঞ্চম স্থানে থাকা শিখর ধাওয়ান সেরা দশের মধ্যে থাকা একমাত্র ভারতীয় ক্রিকেটার। এই বছর তিনি মেন ইন ব্লুদের হয়ে খেলেছেন ৩২টি ম্যাচ। পাকিস্তানের সরফরাজ আহমেদও খেলেছেন সমান সংখ্যক ম্যাচ।

৩১টি ম্যাচ খেলা সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান তালিকার সাতে। আর ৩০টি ম্যাচ খেলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আছেন নয় নম্বরে। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে, এই বছর এখন পর্যন্ত খেলা ম্যাচ সংখ্যার ভিত্তিতে মাহমুদউল্লাহ ও মুশফিকুর উভয়েই এগিয়ে আছেন কোহলির থেকে। বিশ্রামের জন্য সাম্প্রতিক এশিয়া কাপেও না খেলা কোহলি এই বছর এখন পর্যন্ত খেলেছেন ২৫টি ম্যাচ।

Related Articles

১২ লাখ রুপি জরিমানা করা হলো শ্রেয়াশকে

নারীধর্ষণের বিচার চাইলেন কোহলি

আমি যদি ডি ভিলিয়ার্স হতাম : কোহলি

লকডাউনে কী ছন্দ হারালেন কোহলি!

‘কোহলি মানুষ, যন্ত্র নয়’