Scores

‘হুট করে দলে ডাক পেয়ে ভালো করা সহজ বিষয় না’

জাতীয় দলে প্রায়ই আসা-যাওয়ার মধ্যে থাকতেন ওপেনার ইমরুল কায়েস। এক বছর আগে সর্বশেষ জাতীয় দলে খেললেও এখনো আশা ছাড়েননি এ ওপেনার। বিডিক্রিকটাইমের লাইভ আড্ডায় নিজের জাতীয় দল ঘিরে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ইমরুল।

ইমরুল জানালেন— প্রস্তুত আছেন তিনি!
ইমরুল কায়েস। ফাইল ছবি

সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। দুই ম্যাচ টেস্ট সিরিজের আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়তে হয় তাকে। ওয়ানডে খেলেছেন আরও দুই বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগের সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন কায়েস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হওয়াতে আবারো বাদ পড়তে হয়েছিল তাকে।

Also Read - ভিডিওঃ ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিজয়ের মুহূর্ত


পরবর্তীতে আর সুযোগ মেলেনি তার। তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ ওপেনার। লিটন, সৌম্যর ভিড়ে জাতীয় দলে জায়গা খুঁজছেন ইমরুল কায়েস। যার কারণে এখনো আশা ছাড়েননি তিনি। যেদিন আশা ছেড়ে দিবেন সেদিন মাইন্ডসেট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

“হুট করে দলে ডাক পেয়ে ভালো করা সহজ বিষয় না। আপনার ফিটনেস কেমন, কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেসব বিবেচনা করা উচিত। যখন আপনি খারাপ খেলবেন তখন কিন্তু এসব বিষয় উঠে আসে। যখন ভালো খেলবেন, ও তো জাতীয় দলে আছে, ভালো করছে। আমি যতদিন খেলব ততদিন জাতীয় দলে খেলার লক্ষ্য নিয়ে খেলে যাব। যার জন্য আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখি, কঠোর পরিশ্রম করি। আমি যেদিন দেখব জাতীয় দলে খেলার আশা নেই তখন হয়তোবা আমার মাইন্ডসেট পরিবর্তন করব।”

ইমরুলের জন্য জাতীয় দলে যাওয়া-আসা নতুন কিছু নয়। ২০১৮ সালে এশিয়া কাপের মতো টুর্নামেন্টের মাঝপথেই জাতীয় দলে ডাক পান তিনি। অবশ্য তখন নির্বাচকদের নিরাশ করেননি এ ব্যাটসম্যান। নিজের পছন্দের পজিশনে ব্যাটিং করতে না পারলেও আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। লাইভ আড্ডায় সেই ইস্যুতেও কথা বলেন ইমরুল।

“তারা আমার উপর আস্থা ছিল দেখেই তারা আমাকে ডাক দেয়। তাদের আমার উপর আস্থা না থাকলে কিন্তু আমার জায়গায় অন্য ক্রিকেটারকে নিত। আমি ওইভাবে নিজেকে প্রস্তুত করেছি বিধায় তাদের আস্থা অর্জন করতে পেরেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল