Scores

যেমন গেল সাকিবের আইপিএল

তৃতীয়বারের মতো আইপিএলে ফাইনাল খেললেন সাকিব আল হাসান। তবে প্রথম দুইবার চ্যাম্পিয়ন হলেও এবারের অভিজ্ঞতাটা তার জন্য তিক্তকর। চেন্নাই সুপার কিংসের কাছে আট উইকেটে হেরে রানার্স-আপ হয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে প্রথমবারের মতোই প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন সাকিব। যেমন গেল সাকিবের আইপিএল

১৭ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। অপরাজিত ছিলেন দুই ইনিংসে। ২১.৭২ গড়ে রান করেছেন ২৩৯। ব্যাট হাতে তার সর্বোচ্চ ৩৫। স্ট্রাইক রেট ১২১.৩১। চার মেরেছেন ২৬ টি আর ছয় হাঁকিয়েছেন পাঁচটি।

বল হাতে নিয়েছেন ১৭ ম্যাচের ১৭ ইনিংসেই। শিকার করেছেন ১৪ উইকেট। বোলিং গড় ৩২.৫৭। ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন আট করে। বোলিং স্ট্রাইক রেট ২৪.৪২।

Also Read - ওয়াটসনের ঝড়ে সাকিবের হায়দরাবাদের স্বপ্নভঙ্গ

এক নজরে সাকিব আল হাসানের পারফরম্যান্স

১। ব্যাটিং করেননি, ২/২৩, বনাম রাজস্থান রয়্যালস, ৯ এপ্রিল, ২০১৮
২। ১২ বলে ১২, ১/৩৪, বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ১২ এপ্রিল, ২০১৮
৩। ২১ বলে ২৭, ২/২১, বনাম কলকাতা নাইট রাইডার্স, ১৪ এপ্রিল, ২০১৮
৪। ১২ বলে ২৪*, ০/২৪, বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, ১৯ এপ্রিল, ২০১৮
৫। ১৯ বলে ২৪, ০/৩২, বনাম চেন্নাই সুপার কিংস, ২২ এপ্রিল, ২০১৮
৬। ৪ বলে ২, ১/১৬, বনাম মুম্বাই ইন্ডিয়ান্স,  ২৪ এপ্রিল, ২০১৮
৭। ২৯ বলে ২৮, ২/১৮, বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, ২৬ এপ্রিল, ২০১৮
৮। ৬ বলে ৬, ০/৩০, বনাম রাজস্থান রয়্যালস, ২৯ এপ্রিল, ২০১৮
৯। ব্যাটিং করেননি, ০/৩৪ বনাম দিল্লি ডেয়ারডেভিলস, ৫ মে, ২০১৮
১০। ৩২ বলে ৩৫, ২/৩৬, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৭ মে, ২০১৮
১১। ব্যাটিং করেননি, ২/২৭, বনাম দিল্লি ডেয়ারডেভিলস, ১০ মে, ২০১৮
১২। ৬ বলে ৮*, ০/৪১, বনাম চেন্নাই সুপার কিংস, ১৩ মে, ২০১৮
১৩। ব্যাটিং করেননি, ০/৩৫,বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১৭ মে, ২০১৮
১৪। ৭ বলে ১০, ১/৩০, বনাম কলকাতা নাইট রাইডার্স, ১৯ মে, ২০১৮
১৫। ১০ বলে ১২, ০/২০, বনাম চেন্নাই সুপার কিংস, ২২ মে, ২০১৮
১৬। ২৪ বলে ২৮, ১/১৬, বনাম কলকাতা নাইট রাইডার্স, ২৫ মে, ২০১৮
১৭। ১৫ বলে ২৩/ ০/১৫, বনাম চেন্নাই সুপার কিংস, ২৭ মে, ২০১৮


আরো পড়ুন : ইতিবাচক ও আত্মপ্রত্যয়ী ওয়ালশ


 

Related Articles

ওয়ার্নার নয়, নেতৃত্বে উইলিয়ামসন-ভুবনেশ্বর

চোটের কারণে আইপিএল শেষ নর্টজের

আইপিএলের জন্যই কি এড়িয়ে গেলেন জাতীয় দলকে?

এখনো চূড়ান্ত নয় সাকিবের আইপিএল নিয়ে সিদ্ধান্ত

এবার নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি