Scores

যেসব চ্যানেলে দেখা যাবে ভারত-বাংলাদেশ সিরিজ

আগামী মাসে ভারতের মাটিতে তাঁদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিরিজটি আরম্ভ হবে আগামী ৩ নভেম্বর। এ দুইদলের মধ্যকার সিরিজের টিভি রাইটস পেয়েছে স্টার স্পোর্টস। এ চ্যানেলে দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।

ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে ক্রিকেটাররা। যেহেতু টি-টোয়েন্টি দিয়ে আরম্ভ হবে সিরিজটি তাই আগে টি-টোয়েন্টি সিরিজের সদস্যরা আজ উড়াল দিয়েছে ভারতের উদ্দেশে। আগামী নম্ভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি প্রথম ম্যাচটি। এইদিকে এ সিরিজকে ঘিরে বেশ কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে ভারতের স্টার স্পোর্টস।

Also Read - সাকিবকে রমিজ রাজার খোঁচা


কখনও এমনি সিরিজের প্রচার চালাচ্ছে আবার দেখা যায় ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগকে দিয়ে বাংলাদেশকে খাটো করে প্রচার চালাচ্ছে স্টার স্পোর্টস। এ সিরিজ নিয়ে দর্শকদের মাঝে উৎসাহের কোন কমতি নেই। ভারতের মাটিতে সিরিজের টিভি স্বত্ব অনেক আগেই কিনে নিয়েছে স্টার স্পোর্টস। বরাবরের মত ভারত সহ উপমহাদেশে স্টার স্পোর্টসের মাধ্যমে দেখতে পারবে সিরিজটি।

স্টার স্পোর্টস ছাড়াও বাংলাদেশে এ সিরিজের টিভি স্বত্ব নিয়েছে আরও দুইটি চ্যানেল। বাংলাদেশে জিটিভি সহ এ সিরিজটি দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়। এ দুইটি টিভি ছাড়াও বাংলাদেশ বাদে ভারতীয়রা অনলাইনে দেখতে পারবে হটস্টারের মাধ্যমে এবং বাংলাদেশে দেখা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে।

উপমহাদেশেরই চ্যানেলে বাদেও এ সিরিজ দেখা যাবে উইলো টিভি, স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টসে।

ভারত-বাংলাদেশ সিরিজের টিভি সম্প্রসারের তালিকাঃ

ভারত ও উপ-মহাদেশঃ স্টার স্পোর্টস, হটস্টার (লাইভ স্ট্রিমিং)

বাংলাদেশঃ জিটিভি, চ্যানেলে নাইন, র‍্যাবিটহোল (লাইভ স্ট্রিমিং)

অস্ট্রেলিয়াঃ ফক্স স্পোর্টস

যুক্তরাজ্যঃ স্কাই স্পোর্টস

দক্ষিণ আফ্রিকাঃ সুপার স্পোর্ট

কানাডাঃ এটিএন ক্রিকেট প্লাস

যুক্তরাষ্ট্রঃ উইলো

সিঙ্গাপুরঃ স্টার ক্রিকেট

মালয়েশিয়াঃ অ্যাস্ট্রো ক্রিকেট

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাঃ ওএসএন স্পোর্টস, হটস্টার, উইলো টিভি, সুপারস্পোর্ট (লাইভ স্ট্রিমিং)

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শাহীন আফ্রিদির ডাবল হ্যাটট্রিক

মিসবাহ-কে স্বজনপ্রীতি বন্ধ করতে বললেন কামরান আকমল

বিশ হাজারেরও বেশি ক’রোনা টেস্ট করার পরিকল্পনা আইপিএলে!

বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না : শান্ত

সারা বছর ফুটবলের মত টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা ক্যামেরুনের