Scores

যে কারণে তামাক-মদ্যদ্রব্যের বিজ্ঞাপন করেন না শচীন

বিজ্ঞাপন জগতে ক্রীড়া তারকাদের বিশেষ আবেদন আছে। উপমহাদেশে বিনোদন জগতের তারকাদের থেকেও ক্রিকেট তারকাদের বিজ্ঞাপন অনেক জনপ্রিয়তা পেতে দেখা যায়। তাই বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নেন বরেণ্য ক্রিকেটারদেরকে। ভারতীয় তারকা শচীন টেন্ডুলকারকে অনেক পণ্যের বিজ্ঞাপনে ক্যামের সামনে দাঁড়াতে গেছে গিয়েছে কিং তামাক ও অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্যের বিজ্ঞাপনে তিনি কখনোই অংশ নেননি।

যে কারণে তামাক-মদ্যদ্রব্যের বিজ্ঞাপন করেন না শচীন

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসাবে পালিত হয়। বড় অঙ্কের প্রস্তাব পেলেও তামাক ও অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্যের বিজ্ঞাপনে কেন অংশ নেননি সেই কারণ এই দিনেই জানিয়েছেন শচীন। জাতীয় দলে থাকার সময় ও অবসরের পরে বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসাবে ও বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে কিন্তু এই পণ্যগুলো ব্যতিত।

Also Read - জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তামিম


প্রখ্যাত এক মদ্যদ্রব্যের প্রতিষ্ঠান তাকে ২০ কোটি রূপির প্রস্তাব দিয়েছিল তাদের শুভেচ্ছাদূত হওয়ার জন্য। অবসরের পাওয়া এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিয়েছিলেন শচীন। তিনি সবসময়ই তামাক ও মাদকদ্রব্য থেকে দূরত্ব বজায় রাখেন। শচীন জানান, বাবার নির্দেশ মেনেই তিনি এসব পণ্যের বিজ্ঞাপন করেন না।

লিটল মাস্টারের ভাষায়, ‘আমার বাবা আমাকে বলেছিলেন আমি যেন সকল প্রকার তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকি।

আমি তার সেই কথাগুলো পুরোপুরি মেনে চলি। আমি যখন খেলতাম তখনও অনেক কোম্পানি আমাকে প্রস্তাব দিয়েছিল তাদের বিজ্ঞাপন করার জন্য। কিন্তু আমি কখনোই এমন কোনো পণ্যের সাথে জড়িত হতে চাই না যেটা সমাজ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। তাই খেলা ছাড়ার পরেও আমি কখনো এসব প্রস্তাবে সাড়া দিইনি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

প্রস্তাব পেয়েও ভারতের কোচ হননি দ্রাবিড়

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ভারতের ‘ফিক্সিং সম্রাট’

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার