Scores

যে কারণে মসজিদে যেতে দেরি করেছিলেন টাইগাররা

নিউজিল্যান্ডে মসজিদের সংখ্যা যেমনি কম, তেমনি কম সেখানে অবস্থানরত মুসলিমের সংখ্যাও। জুমার দিনেও তাই বাংলাদেশের মত মসজিদে হুড়োহুড়ির ব্যাপারটি থাকে না বললেই চলে। গত শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজ পড়ার উদ্দেশে ক্রিকেটাররা যখন মসজিদে ঢুকতে যাবেন, তখন ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে চলছে ভয়াবহ সন্ত্রাসী হামলা।

যে কারণে মসজিদে যেতে দেরি করেছিলেন টাইগাররা

স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশের ক্রিকেটাররা মসজিদে পৌঁছান। ভেতরে ঢুকতে যাবেন- এমন সময় দুই পথচারী মহিলা তাদের সতর্ক করলে বিপদ আঁচ করতে পেরে পিছু হটেন তারা। আর কয়েক মিনিট আগে মসজিদে এলেই হয়ত লাশ হয়ে বের হতে হতো তাদেরকেও!

Also Read - আজ রানার হারিয়ে যাওয়ার দিন...


বাংলাদেশ দলের ক্রিকেটার মুমিনুল হক ভয়ানক ও নৃশংস সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ক্রিকবাজকে। তিনি এও জানান, একাধিক ঘটনায় মসজিদে যেতে তাদের কিছুটা দেরি হয়েছিল।

দুপুর দেড়টায়ই মসজিদে থাকার কথা ছিল মুমিনুলদের। সেটি হলে সন্ত্রাসী পেয়ে যেত টাইগারদের নাগালও। তিনি বলেন, ‘আমরা লাঞ্চের পর বের হয়েছিলাম। আমাদের ২টা থেকে অনুশীলন করার কথা ছিল। তাই দেড়টায় মসজিদে পৌঁছানোর পরিকল্পনায় বের হই।’

কেন মসজিদে যেতে দেরি হয়েছিল? মুমিনুলের ভাষ্য, ‘রিয়াদ ভাইয়ের সংবাদ সম্মেলনের কারণে আমাদের একটু দেরি হয়ে যায়। প্রেসের কারণে আমরা ১০ মিনিট পরে বের হই। মুশফিক ভাই, তাইজুল ও আমি এই সময়টায় সাধারণত ড্রেসিংরুমে ফুটবল খেলি। ফুটবল খেলতে গিয়ে আমাদের ২-১ মিনিট দেরি হয়।’

মুমিনুল আরও বলেন, ‘রিয়াদ ভাই জিজ্ঞেস করছিল আমরা নামাজের আগে লাঞ্চ করবো নাকি নামাজের পর। আমরা নামাজের পর লাঞ্চ করার সিদ্ধান্ত নেই। কিন্তু কীভাবে যেন সেই সিদ্ধান্ত বদলে যায় এবং নামাজে যাওয়ার আগেই লাঞ্চ সেরে নেই আমরা। এই ব্যাপারটাও আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।’

মসজিদের কাছাকাছি যাওয়ার পর দেখতে পাওয়া ভয়ানক পরিস্থিতি ও সেখান থেকে বেঁচে যাওয়ার কথা জানিয়ে মুমিনুল জানান, ‘যখন আমরা মসজিদে পৌঁছাই, দেখি সবাই শুয়ে পড়ছে। একজন মহিলা ফোনে কথা বলতে বলতে মসজিদ থেকে বেরিয়ে আসেন এবং আমাদের মসজিদে ঢুকতে মানা করেন। কারের ভেতর থেকে আরেক মহিলা একই কথা বলেন। চিৎকার করেন- ভেতরে যেয়ো না, কেউ একজন গুলি করছে। আমরা ঘটনার ভয়াবহতা বুঝতে পারছিলাম।’

Related Articles

তামিম-মুশফিকদের মৃত্যুপুরী থেকে ফেরার এক বছর

হামলার মুখে বাংলাদেশ, ভারত পাবে কড়া নিরাপত্তা

ক্রাইস্টচার্চের সেই মসজিদেই বাংলাদেশি ক্রিকেটারদের নামাজ আদায়

“যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি, তখনই অগ্নিকান্ড”

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর