Score

‘যে জিনিস আমার হাতে নেই, সেটা নিয়ে ভেবে লাভ নেই’

২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তারপরেই জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের ইনজুরির কারণে ওয়ানডেতে অভিষেক হয়ে নুরুলের। অভিষেকটা মোটেও মন্দ ছিল না এই উইকেটকিপারের। নিউজিল্যান্ডের কন্ডিশনে দুই ম্যাচে ৬৮ রান করেন নুরুল।

‘যে জিনিস আমার হাতে নেই, সেটা নিয়ে ভেবে নাভ নেই’
দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেলেন নুরুল। ছবিঃ বিডিক্রিকটাইম

একই সিরিজে বৈরি কন্ডিশনে টেস্টেও অভিষেক হয় তার। একমাত্র টেস্টে এক ইনিংসে ৪৭ ও আরেকটিতে কোন রান না করেই আউট হন নুরুল। তরুণ হিসেবে এক প্রকার সফলই ছিলেন তিনি। তবে তারপর থেকেই জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায় নি তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গে থাকলেও ছিলেন না স্কোয়াডে। এক প্রকার বলাই যায় জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন দেড় বছর আগে।

এই সময়টায় জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত পারফর্ম করে গিয়েছেন নুরুল। সফল হওয়ার পরেও কেন ডাক পেলেন না তিনি সেটা কেবল নির্বাচকদেরই জানা। দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন এই উইকেটকিপার। উইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন তিনি। সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান নুরুল এবং দলে সুযোগ পাওয়া, না পাওয়া নিয়ে ভাবতে চান না তিনি।

Also Read - মেসি একাই শেষ করে দিবে— বললেন মাশরাফি

‘যে জিনিসে আমার হাত নেই, সেটি নিয়ে ভেবে লাভ নেই। সবসময় চেষ্টা থাকে ভালো খেলার, বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে খেলার। চেষ্টা করি, যে ফরম্যাটেই খেলি না কেন নিজের ফর্ম ধরে রাখতে। আর টেস্ট দলে সুযোগ পেয়েছি, লক্ষ্য থাকবে একাদশে সুযোগ পেলে ভালো করার।’

জাতীয় দলের বাইরে থাকলেও নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। নিজের দুর্বলতা কাটিয়ে ভালো কিছু করতে চান নুরুল।

‘সত্যি বলতে, ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি, কষ্ট করছি। ইনশাহ আল্লাহ্‌ লক্ষ্য থাকবে আরও যে দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে ভালো কিছু করতে চাই। এটাই সবসময় লক্ষ্য থাকবে।’

আরও পড়ুনঃ ডোপ টেস্টে ধরা পড়েছেন শেহজাদ!

Related Articles

চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন হোল্ডার

মাকে হারালেন ক্রিস গেইল

কার্তিকের দৃঢ়তায় বিপর্যয় সামলে জিতল ভারত

একপেশে ম্যাচে উইন্ডিজকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

আবারও সিরিজে এগিয়ে গেল ভারত