Scores

যে সুবিধা সুনীল জোশি একাই পাবেন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল জোশি এখন বিরাট কোহলির দল ভারতের প্রধান নির্বাচক। পরাশক্তি দলটির গুরুদায়িত্ব পাওয়া জোশি পাচ্ছেন অনন্য কিছু সুবিধাও।

যে সুবিধা সুনীল জোশি একাই পাবেন

বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে দেশের গণ্ডিতে নির্বাচক প্যানেলের মধ্যে শুধু প্রধান নির্বাচকই পাবেন বিমানের বিজনেস ক্লাসে চড়ার সুযোগ। এছাড়া নির্বাচক প্যানেলের বাকি সদস্যরা চড়বেন ইকোনোমি ক্লাসে।

Also Read - কোয়ারেন্টাইনে ডি ককের সঙ্গ চান স্টেইন!অর্থাৎ, দেশে পেশাগত দায়িত্ব পালনের সময় নির্বাচকদের মধ্যে জোশিই শুধু চড়বেন বিজনেস ক্লাসের আসনে। বাকি নির্বাচকরা পাবেন বিজনেস ক্লাসের চেয়ে অপেক্ষাকৃত কম মানের ইকোনোমি ক্লাসের সুবিধা। তবে বিদেশে সবাই-ই পাবেন বিজনেস ক্লাসে চড়ার সুযোগ।

বিসিসিআইয়ের এই নতুন নিয়ম অবাক করেছে অনেককেই। জোশি প্রধান নির্বাচক হওয়ার পর এই পদের সুযোগ-সুবিধাও বাড়ছে। যদিও জোশির এই পদ স্থায়ী নয়। চার বছর মেয়াদ থাকলেও সামনের দিনগুলোতে জোশির চেয়ে বেশি টেস্ট খেলা কেউ নির্বাচক প্যানেলে যুক্ত হলে জোশিকে হটিয়ে তিনিই হবেন প্রধান নির্বাচক।

২০১৭ সালের আগপর্যন্ত ভারতের ক্রিকেটারদেরও চড়তে হত ইকোনোমি ক্লাসের আসনে। তবে সুপ্রিম কোর্টের আদেশে বোর্ডের অন্তর্গত সবাইকেই বিজনেস ক্লাসের সুবিধা দিয়ে আসছিল বিসিসিআই।

২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ঐ বছরের সেপ্টেম্বরেই জোশির কাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়। তার অধীনে স্পিনাররা ভালো করায় ফের তার দায়িত্বের মেয়াদ বেড়ে হয় ২০১৯ বিশ্বকাপ। বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে গত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই কাজ করেছেন তিনি। এরপর বোর্ড নতুন করে চুক্তি নবায়ন না করায় নিজ দেশে ফিরে যান ভারতের সাবেক এই ক্রিকেটার।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনার জেরে চাকরি হারাচ্ছেন ডেভ হোয়াটমোর

নিলাম ছাড়াই হবে আগামী আসরের আইপিএল!

আইপিএল থেকে ভিভোর প্রস্থান ‘ধাক্কা’, স্বীকারোক্তি সৌরভের

আইপিএল: যেখানে নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্রিকেট!

খাবারও ভাগাভাগি করতে পারবেন না কোহলি-আনুশকারা