Scores

যৌন হয়রানির অভিযোগ মালিঙ্গার বিরুদ্ধে!

দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে বিতর্কের মুখে পড়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তবে বিতর্ক নিজের ক্রিকেট নিয়ে নয়, তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ভারতের এক নারী।

ভারতে নারীদের যৌন হয়রানি নিয়ে চলছে বেশ আলোচনা। সম্প্রতি সময়ে এক বলিউড নায়িকা অভিযোগ তুলেন তার উপর যৌন নির্যাতন চালাতে চেয়েছিলেন প্রভাবশালী এক বলিউড নায়ক। তারপর থেকেই এই প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ঝড়। তার মুখ খোলার পর উঠে আসছে একের পর এক অভিযোগ।

 

সম্প্রতি সময়ে ফেসবুকে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে এক বিমানকর্মী। এরই মাঝে একই অভিযোগ উঠে লঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গার বিরুদ্ধেও। মূলত বলিউড সেই অভিনেত্রীর মুখ খোলার পরই অনেকেই ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন।

এর জন্য টুইটারে ভারতের এক গায়িকা ‘হ্যাশট্যাগ মিটু’ দিয়ে নিজের সাথে ঘটে যাওয়ার কাহিনী জানাচ্ছেন অনেকেই। তবে যারা নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন তাদেরকেও সুযোগ করে দিয়েছেন ভারতের ঐ গায়িকা। এটির সূত্র ধরেই মালিঙ্গার বিরুদ্ধে উঠে এসেছে যৌন হেনস্তার অভিযোগ।

“আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না। কয়েক বছর আগে মুম্বাইয়ে ঘটেছিল এ ঘটনা। আমরা যে হোটেলে ছিলাম, সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় খুবই বিখ্যাত এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে দেখা হলো। তখন আইপিএল চলছিল। তিনি বললেন, আমার বান্ধবী নাকি তার রুমেই আছে।”

“আমি তার রুমে গেলাম, কিন্তু সেখানে আমার বান্ধবী ছিল না। সেই ক্রিকেটার তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার মুখের ওপর চড়ে বসে। আমি বেশ লম্বা এবং আমি একটু স্থূলকায়। ফলে আমি তার সঙ্গে গায়ের জোরে পেরে উঠছিলাম না।”

“আমি মুখ ও চোখ বন্ধ করে ফেলি ভয়ে। কিন্তু সেই ক্রিকেটার আমার গাল ব্যবহার করে। এমন সময় হোটেলের কর্মচারী রুমের বারের জন্য কিছু জিনিস নিয়ে এসে দরজায় নক করে। ক্রিকেটার দরজা খুলতে যায়। আমি দ্রুত স্নানঘরে গিয়ে মুখ ধুয়ে নেই। এবং হোটেল কর্মচারী বের হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই।”

আরও পড়ুনঃ হোল্ডারের বিশ্বাস বিশ্বকাপ খেলবে গেইল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেই লড়াইয়ে টিকে থাকতে চান মাশরাফি

‘দলটা একজনের নয়, অনেকের’

‘ওরা ৭০ ভাগ দিলে, আমাদের শতভাগ দেওয়া লাগবে’

মারামারিতে জড়িত ছিলেন আফগান ক্রিকেটাররা!

আমি একা যাব না, সতীর্থদের সতর্কবার্তা দিলেন সরফরাজ