SCORE

সামর্থ্য বিচারে রংপুরকে ইঙ্গিত গেইলের

টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে যে ভূমিকায় যে কজন মানুষের অবদান বেশি, তাদের একজন ক্রিস গেইল। এই ফরম্যাটের ব্যাটিং রেকর্ডের বেশিরভাগই গেইলের দখলে। মারকুটে ব্যাটিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

'ঘুমকাতুরে' গেইল!
ক্রিস গেইল। ছবিঃ বিডিক্রিকটাইম

অথচ সেই গেইল এবারের আইপিএলের শুরুতে ছিলেন অবিক্রিত। শেষপর্যন্ত তাকে ভিত্তিমূল্যে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। সুযোগ পেয়ে গেইল অবশ্য উজাড় করে দিচ্ছেন নিজেকে। দানবীয় পারফরমেন্সের এক পর্যায়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল বলেন এই আইপিএল নিয়ে তার ভাবনার কথা।

প্রথমে দল না পেয়ে নিজেই অবাক হয়েছিলেন জানিয়ে গেইল বলেন, ‘আমি নিজেও খুব অবাক হয়েছিলাম আমাকে কোনো দল নেয়নি দেখে। আমি জানি না বন্ধ দরজায় কি হয়েছে। তবে বুঝতে পেরেছিলাম এ জিনিসটা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা দারুণ সুযোগ। এখন পর্যন্ত আমি ভালো সময় কাটাচ্ছি। সম্ভবত এটা হওয়ার ছিল। আপনি জানেন, গেইল কিং; ভাগ্যই তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলাচ্ছে।

Also Read - ঘরোয়া লঙ্গার ভার্শনে মনোযোগ মাশরাফির

পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বের হয়ে আসা এবং নিজের সামর্থ্য প্রমাণের ব্যাপারে আলাপ করতে গিয়ে গেইল উল্লেখ করেন সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তার অনবদ্য দুটি সেঞ্চুরির কথাও, ‘অন্যতম না, আমি বেঙ্গালুরুর বড় আকর্ষণ ছিলাম। তারা আমাকে জানিয়েছিল আমাকে তারা ধরে রাখতে চায়। কিন্তু গত আসর শেষে আমাকে আর কল করেনি। বুঝে নিয়েছিলাম আমাকে তারা চায় না। আমি কারও সঙ্গে লড়াই করতে পারি না।’

‘আমি মনে করি, বিপিএল ও সিপিএলে আমার দারুণ সময় কেটেছে। সেখানে আমি রংপুরের হয়ে দুটি সেঞ্চুরি করেছিলাম। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না।’

‘২১টি সেঞ্চুরি, সর্বোচ্চ ছক্কা, এটা যদি ব্র্যান্ড ক্রিস গেইলের চিহ্ন না হয়, তাহলে আমি জানি না কিসে হবে।’- বলেন গেইল।

গেইলের বর্তমান লক্ষ্য কী? তার জবাব, ‘দুইটা লক্ষ্য, এ বছর আইপিএলে শিরোপা জেতা আর পরের বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা। আপাতত আইপিএল নিয়েই ভাবছি। কিংস ইলেভেন পাঞ্জাব কখনোই শিরোপা জেতেনি। আমাদের মালিক প্রীতি জিনতা দারুণ একজন মানুষ। অনেক উদ্যমী। সে যেভাবে খেলোয়াড়দের সঙ্গে ব্যবহার করে সত্যিই দারুণ। আমি মনে করি, তার এ বছর আইপিএলের শিরোপা উঁচিয়ে ধরা প্রয়োজন।

আরও পড়ুনঃ দুর্জয়ের এইচপি ইউনিট ভাবনা

Related Articles

‘চুলে নয়, বলে তাকাও’

বরখাস্ত হলেন ভেট্টোরি

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ