Scores

রঙিন পোশাক সাদমানের কাছে ‘অফ সিজনের ভাবনা’

মুমিনুল হক যেমনি নামের পাশে পেয়েছেন টেস্ট খেলোয়াড়ের তকমা, ঠিক একই পরিণতি ঘটেছে সাদমান ইসলামের ক্ষেত্রেও। টেস্টে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত যে ৩টি টেস্ট খেলেছেন তাতে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

রঙিন পোশাক সাদমানের কাছে ‘অফ সিজনের ভাবনা’

শুধু টেস্টেই নয়, সাদমান ভালো করেছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের ফরম্যাটকে এখনো তিনি ‘পাখির চোখ’ করছেন না। এখনো সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট না খেলা এই ক্রিকেটার তার মনোযোগকে আপাতত সীমাবদ্ধ রাখতে চান প্রথম শ্রেণির ক্রিকেটেই।

Also Read - রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন


সোমবার (১৪ মে) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সাদমান বলেন, ‘আমি যেহেতু টেস্ট খেলি, ওই ফরম্যাট নিয়েই আমরা ভাবনা। অফ সিজনে চেষ্টা করব কিভাবে ওয়ানডেতে ভালো করা যায়। তবে কখনও যদি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে সুযোগ হয়, তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে লড়বেন সাদমান। সেখানে খেলবেন সীমিত ওভারের ম্যাচও। তিনি বলেন, ‘সামনে “এ” দলের খেলা আছে। ওখানে ভালো করা জরুরি। এখানে যদি ভালো করা যায়, দলের অনেক লাভ হবে। জাতীয় দলের ভবিষ্যত খেলোয়াড় বের করে আনতে এই ক্যাম্পটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চলমান এলিট ক্যাম্পে থাকা এই ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেট নিয়ে বলেন, ‘সেটা নিয়ে এখন অতটা চিন্তা করি না। হয়তো প্রিমিয়ার লিগে একটু বদলানোর চেষ্টা করেছিলাম। প্রিমিয়ার লিগ রানের খেলা। তাই এখানে কীভাবে আস্তে আস্তে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

চূড়ান্ত হল আরও একটি আন্তর্জাতিক সিরিজ

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!