Scores

রফিক এই যুগে খেললে সাকিবের মত সুপারস্টার হত : আকরাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান মনে করেন, এ যুগে খেললে সাকিব আল হাসানের মত সুপারস্টার হতেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক। সম্প্রতি তামিম ইকবালের সাথে সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাহমুদ সুজনের লাইভ আলাপচারিতায় এমন অভিমত ব্যক্ত করেন আকরাম।

রফিক এই যুগে খেললে সাকিবের মত সুপারস্টার হত : আকরাম

১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন রফিক। ১৫ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংসও খেলেছিলেন, তখনকার শক্তিশালী প্রতিপক্ষ কেনিয়ার বিপক্ষে। তার সেই ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২৫ ওভারের শেষ বলে লক্ষ্যে পৌঁছে ইতিহাস রচনা করে।

Also Read - হাথুরুসিংহে একরোখা কোচ : মুমিনুল


সেই সময়কার গল্প জুড়ে আকরাম বলেন, ‘আমাদের দলে বেশিরভাগই অলরাউন্ডার ছিল। খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত… সবাই তখন ভালো অলরাউন্ডার। ১৬৬ কিন্তু বড় লক্ষ্য ছিল (২৫ ওভারে)। বৃষ্টিতে মাঠ ভারি ছিল, চার মারা কঠিন। আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম।’

তবে তিন নম্বরে কাকে খেলানো হবে, এই দ্বিধায় পড়ে ওপেনিংয়ে পাঠানো হয় রফিককে, আর তিন নম্বরে খেলেন নান্নু। তৎকালীন অধিনায়ক আকরামের ভাষ্য, ‘আমাদের তিনে কোনো ব্যাটসম্যান সেট করতে পারছিলাম না। রফিককে ওপেনার করার কথা প্রথম বলে নান্নু ভাই। এরপর আমি কোচকে বললাম।’


 

‘রফিক অনেক মেধাবী খেলোয়াড় ছিল। এই যুগে সে খেললে সাকিবের মত সুপারস্টার হত। রফিকই ওপেনিংয়ে খেলল দুর্জয়ের সাথে, নান্নু ভাই তিনে গেল।’– বলেন আকরাম।

রোমাঞ্চকর ঐ ম্যাচের শেষ ওভারে জয় নিশ্চিত করেন খালেদ মাসুদ পাইলট। যদিও দলকে একপর্যায়ে চাপেও ফেলে দিয়েছিলেন তিনি। আকরাম রসিকতার সুরে বলেন, ‘শেষ ওভারে ১১ রান দরকার ছিল। এখন ১১ রান ব্যাপার না, তখনকার সময়ে কঠিন। পাইলট সাহেব প্রথম বলেই ছয় মেরে দিল। এরপর দুইটা ডট দিয়ে দিল, আবার দুশ্চিন্তায় পড়ে গেলাম। অনেক মজা করেছি আমরা। তবে পুরো দলের ভূমিকা ছিল।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তামিম-আকবরদের জন্য মনোবিদের ভাবনা বিসিবির

আক্রান্ত হলে দায় নিতে হবে ক্রিকেটারদের

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম

ক্রিকেটারদের ‘লাইভ’ নিয়ে বিসিবির বার্তা