
দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ আজ সকালে ঢাকায় পা রেচখেছে সফরকারীরা। ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল (রবিবার) থেকে অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করেছে পাকিস্তান দল৷

আজ সকাল ৮ টায় বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁ-তে৷ সূচি অনুযায়ী ১৪ই নভেম্বর থেকে অনুশীলনে নেমে যাওয়ার কথা ছিল শাহীন শাহ আফ্রিদিদের৷ তবে, শেষ মুহুর্তে সেটি বাতিল করেছে সফরকারীরা৷ আরো একদিন বাড়তি বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের৷
ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে দম ফেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল৷ দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তারা উড়ে এসেছে বাংলাদেশে৷ আর তাই ক্রিকেটারদের বাড়তি বিশ্রামের সুযোগ করে দিতে অনুশীলনের সময়সূচিতে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট৷ রবিবারের বদলে সোমবার অনুশীলনে নামবেন তারা৷
পরিবর্তিত সূ্চি অনুযায়ী, আগামী ১৫ই নভেম্বর প্রথমবারের মত মাঠে নামবেন শাহীন শাহ আফ্রিদিরা৷ মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সেই অনুশীলন সেশন শুরু হবে সকাল সাড়ে দশটায়৷ প্রথমদিন টানা তিন ঘন্টা অনুশীলন করবেন তারা৷ তারপর ১৬,১৭ ও ১৮ই নভেম্বরেও অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা৷ প্রতিটা অনুশীলন সেশনই ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে৷
Pakistan Cricket team arrived Dhaka early in the morning. #BANvPAK pic.twitter.com/2S2daU6nXx
— bdcrictime.com (@BDCricTime) November 13, 2021
সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম৷ শোয়েব মালিকের সাথে আগামী ১৬ই নভেম্বর ঢাকায় আসবেন তিনি । ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তান দলের বাংলাদেশ সফর৷
পাকিস্তান দলের পরিবর্তিত অনুশীলন সময়সূচি –
১৫ই নভেম্বর – সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা – বিসিবি এনসিএ
১৬ই নভেম্বর – সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা – বিসিবি এনসিএ
১৭ই নভেম্বর – দুপুর ১ঃ৪৫ থেকে থেকে ৪ঃ৪৫ – বিসিবি এনসিএ
১৮ই নভেম্বর – বিকাল চারটা থেকে সন্ধ্যা ৭টা – বিসিবি এনসিএ/ এসবিএনসিএস
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।