Scores

রবিবার করোনা পরীক্ষা করাবেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আবারো করোনা পরীক্ষা করাবেন রবিবার (১২ জুলাই)। এক ফেসবুক বার্তায় মাশরাফি নিজেই এই তথ্য জানিয়েছেন।

মাশরাফি : চিরদিনের নায়ক

কয়েকদিন করোনার উপসর্গ থাকায় সাবধানতাবশত পরীক্ষা করান মাশরাফি। তাতে গত ২০ জুন তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। তবে ঘরে বসে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ ও স্বাভাবিক ছিলেন, কোনো উপসর্গই প্রকটভাবে দেখা দেয়নি। ধীরে ধীরে উপসর্গও মিলিয়ে যেতে থাকে।

Also Read - ভিন্ন ভূমিকায় খুলছে ইডেন


এরই ধারাবাহিকতায় মাশরাফি ও তার পরিবারের সদস্যদের ফের করোনা পরীক্ষা করা হবে রবিবার।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে মাশরাফি জানান, ‘ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’


মাশরাফির অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে অনেকের মনে। এই সুযোগে অনেকেই মাশরাফিকে নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে যাচ্ছে। মাশরাফিকে নিয়ে কোনো ভুয়া খবর প্রচার করা হলেও তা ছড়িয়ে পড়ছে ঝড়ের বেগে।

মাশরাফি বলেন, ‘পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।’

নড়াইলবাসীর জন্য নিরলস পরিশ্রম করতে গিয়ে মাশরাফি নিজেই আক্রান্ত হন করোনায়। কিংবদন্তি এই ক্রিকেটার নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত। নিজের এলাকার মানুষকে করোনা থেকে মুক্ত রাখতে তার তৎপরতা ছিল চোখে পড়ার মত।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বায়ো-বাবলেও স্বস্তি মিলছে না ভারতের

অবশেষে করোনা মুক্তি দিলো রউফকে

করোনা উত্তীর্ণদের নিয়ে শুরু হবে যুবাদের ক্যাম্প

অবসর নিয়ে ভাবছেন ওয়ার্নার

ক্রিকেটারদের জীবন নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি