Scores

রবিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন

অবশেষে করোনার স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ত হয়ে উঠছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের ক্রিকেট অঙ্গন। রবিবার (১৯ জুলাই) থেকে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। মিরপুর ছাড়াও অনুশীলন চলবে চট্টগ্রাম, সিলেট ও খুলনায়।

রবিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন
স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করতে হবে ক্রিকেটারদের। ফাইল ছবি

গত চার মাস ধরে স্থবির ছিল দেশের ক্রিকেট অঙ্গন। ক্রিকেটাররা ব্যক্তি উদ্যোগে অনুশীলনের সুযোগ পেলেও করোনা ঝুঁকির কারণে বোর্ডের সুযোগ-সুবিধার আওতাধীন ছিলেন না। তবে এবার ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

Also Read - তিন দলের ম্যাচ থেকে সরে দাঁড়ালেন ডি কক


শীর্ষ পর্যায়ের মোট ৯ জন ক্রিকেটারের অনুশীলনের জন্য সময়সূচি বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে অনুশীলন করবেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদ ও খালেদ আহমেদ অনুশীলন করবেন। এছাড়া মেহেদী হাসান নুরুল হাসান সোহান খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং নাঈম হাসান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পেয়েছেন।

প্রত্যেক ক্রিকেটার এক ঘণ্টা ইনডোরে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি এক ঘণ্টা জিমনেশিয়ামে সময় কাটাতে পারবেন। তবে জিমনেশিয়ামে একসাথে একাধিক ক্রিকেটারের অনুশীলনের সুযোগ নেই। ৯ ক্রিকেটারের জন্য সাজানো অনুশীলনের সূচিকে করোনাকালীন অনুশীলনের প্রথম ধাপ হিসেবে আখ্যায়িত করেছে বোর্ড।

ঢাকা প্রিমিয়ার লিগ একটিমাত্র রাউন্ড মাঠে গড়ানোর পর বন্ধ হয়ে গেলে দেশের ক্রিকেট স্থবির হয়ে পড়ে। ক্রিকেটাররা বোর্ড কর্তৃক অনুশীলনের অনুমতি ও সুযোগ-সুবিধা পাওয়ায় মাঠে খেলা ফেরানোর পথ সুগম হতে পারে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ক’রোনায় আক্রান্ত আবু জায়েদ রাহী

চতুর্থ টেস্টেও ক’রোনা নেগেটিভ সাইফ

ক্ষুব্ধ আইপিএল ফ্র‌্যাঞ্চাইজিরা, একটি দলকে সুবিধা দিচ্ছে বিসিসিআই

দুজনের বর্ডার-লাইন ‘নেগেটিভ’; আইসোলেশনে ‘১০’ ক্রিকেটার

ক’রোনামুক্ত জাতীয় দলের স্কিল ক্যাম্পের সব ক্রিকেটার