রশিদদের বাজে আচরণ মেনে নেওয়া হবে না, পিসিবির হুঁশিয়ারি
এমনকি ম্যাচ চলাকালীন দুই দেশের দর্শকরাও যেন একই স্ট্যান্ডে না বসতে পারেন সেটিও দেখভাল করতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত কতৃপক্ষকে।

প্রকাশিত হয়েছে - 2023-03-14T15:48:12+06:00
আপডেট হয়েছে - 2023-03-14T15:49:21+06:00
আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচে ‘২২’ গজের অতীত রেকর্ড ভালো নয়। এমনকি দুই দেশের দর্শকদের মধ্যে মারামারিও হয়েছে। এবার অবশ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করল পিসিবি।
এশিয়া-কাপে-মাঠেই-ফরিদকে-মারতে-ব্যাট-উঠান-আসিফ
গত বছর এশিয়া কাপের কথা মনে আছে নিশ্চয়ই? অনেকেই সেটা ভুলে গেলেও, এখনো ভুলতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন আসিফ আলী আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন বোলার ফরিদ আহমেদ।
তবে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান আসিফ। এমনকি তাঁকে ব্যাট দিয়েও মারার ইঙ্গিত করেন। পরে অবশ্য আম্পায়ারদের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়। তবে সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। আফগান দর্শকদের বিরুদ্ধে গ্যালারির চেয়ার ভাঙার অভিযোগও আনা হয়।
এবার অবশ্য সিরিজকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত দিয়েছে পিসিবি। বিশেষ করে মাঠে আফগান ক্রিকেটাররা যেন তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডকে বলেছে পিসিবি।
পিসিবি প্রধান নাজাম শেঠি বলেন, “আমি দুবাইতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাদের দর্শক ও খেলোয়াড়দের আচরণের ব্যাপারে বলেছি। জানতে চেয়েছি, আপনাদের ভক্ত ও খেলোয়াড়দের সামলাবেন, তার গ্যারান্টি কী? কারণ অতীত রেকর্ড তো ভালো নয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা তাদের বোর্ডকে বলেছি, তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে। কারণ জয়-পরাজয় খেলারই অংশ। এসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে তাই আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তারা তো আন্তর্জাতিক ক্রিকেটে নতুন! তাই তাদের খেলোয়াড়দের যেন সামলে রাখে।”
এশিয়া কাপে আফগান ও পাকিস্তান দর্শকদের মাঝে লড়াই শুধু গ্যালারিতেই সীমাবদ্ধ থাকেনি, বাইরেও উত্তাপ ছড়িয়েছে। এবার যেসব দর্শকরা মাঠে গণ্ডগোল করবেন তাদের জন্য শাস্তির ব্যবস্থাও করা হয়েছে বলে জানালেন নাজাম শেঠি।
“আমাদের দুটি আশ্বাস দেওয়া হয়েছে। আরব আমিরাতের কতৃপক্ষ নতুন একটি পরিকল্পনায় করছে। তারা যথাসাধ্য চেষ্টা করবে যেন আফগান ও পাকিস্তানের দর্শকরা একই স্ট্যান্ডে বসতে না পারে। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থাও নেওয়া হবে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।