Scores

রশিদের কাছ থেকে লিখনের ‘তালিম’

স্পিনারদের মধ্যে লেগ স্পিনারদের একটু বেশিই গুরুত্ব দেওয়া হয়। সেটি বোধহয় শুধু তাদের বল করাটা দুরূহ বলেই নয়, একইসাথে বৈচিত্র্যপূর্ণ বোলার হিসেবেও। তবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলে কোনো স্পেশালিষ্ট লেগ স্পিনার নেই। যে জুবায়ের হোসেন লিখন ছিলেন, তিনিও যেন হারিয়ে যেতে বসেছেন।

রশিদের কাছ থেকে লিখনের 'তালিম'

তবে লিখন যে এখনো ক্রিকেটের নীতিনির্ধারকদের ভাবনায় রয়েছেন, তার প্রমাণ মিলল যেন বিসিবি একাদশে তার সুযোগ পাওয়া দেখে। দেশের প্রথম সারির এই লেগ স্পিনার জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। তবে ২৩ বছর বয়সী তরুণ কোনো ফরম্যাটেই থিতু হতে পারেননি।

Also Read - পুরো দুই সেশনও খেলতে পারল না বিসিবি একাদশ


৬টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা লিখন আফগানিস্তানের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও খুব একটা উজ্জ্বল ছিলেন না। তবে এটি নিঃসন্দেহে বলা যাচ্ছে- এই ম্যাচে লিখনের মনোযোগ একটি বেশিই ছিল। কারণ? প্রতিপক্ষ অধিনায়ক যে লেগ স্পিনে বিশ্ব শাসন করা রশিদ খান!

আফগানিস্তানের ক্রিকেটের রূপকথার মত উত্থানের পেছনে যে কজন ক্রিকেটারের অবিস্মরণীয় অবদান, তাদেরই একজন রশিদ। তার বয়স নিয়ে অনেক বিতর্ক আছে। তবে লেগ স্পিনে তিনি যে বিশ্বসেরাদের একজন, এটি সর্বজনস্বীকৃত। সেই রশিদকে সামনে পেয়ে পরামর্শ নিতে ভুল করেননি বাংলাদেশি লেগ স্পিনার লিখন।

বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচ শেষে এম এ আজিজ স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ লিখনের সাথে কথা বলেন রশিদ। মনোযোগী শ্রোতা হয়ে ‘অনুজ’ রশিদের পরামর্শ শুনেছেন লিখন। বোলিংয়ের বিভিন্ন বিষয় নিয়েই হয়ত কথা হয়েছে। রশিদের সঙ্গ হয়ত লিখনকে আগামী দিনগুলোতে ভালো করতে আরও বেশি স্পৃহা জোগাবে!

ভিডিওতে দেখুন সেই মুহূর্ত-

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আফগানদের উড়িয়ে দিয়েও বাদ পড়ে বাংলাদেশ

যুবাদের ক্রিকেটে বাংলাদেশের যত হ্যাটট্রিক

বিপিএলে দল পেলেন লেগস্পিনার লিখন

লেগ-স্পিনার দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা ঢাকা-রংপুরের

লিখন-রিশাদকে দলে না নেওয়ায় বরখাস্ত দুই কোচ!