Scores

রাজকোটে টানা বৃষ্টি!

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত গোটা রাজকোট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটির ভেন্যু রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। তবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকছেই।

রাজকোটে টানা বৃষ্টি!

আগেই জানা গিয়েছিল, ম্যাচের দিন ঘূর্ণিঝড় মাহা রাজকোট অতিক্রম করবে। তবে মঙ্গলবার (৫ নভেম্বর) জানা যায়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে এবং এর প্রভাবও কমে গেছে। তবে ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাত তো হরহামেশা ঘটনা।

Also Read - কোহলির সাথে টস করতে নামা নিয়ে রোমাঞ্চিত মুমিনুলআর সেই বৃষ্টিই শঙ্কা জাগাচ্ছে বৃহস্পতিবারের (৭ নভেম্বর) ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা হওয়ার পর থেকেই টানা বৃষ্টি ঝরছে রাজকোটের আকাশ থেকে।

যদিও ঘূর্ণিঝড় মাহা এখনো রাজকোটে পৌঁছায়নি! বৃহস্পতিবার বিকালে গুজরাট অতিক্রম করবে মাহা। এর প্রভাব স্বভাবতই পড়বে গুজরাটের রাজকোটে। ঘূর্ণিঝড়ের শক্তি কমে গেলেও বৃষ্টির শঙ্কা তাই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

ঘূর্ণিঝড় গুজরাট অতিক্রম করা কিছু সময় পর স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ। তবে ম্যাচ চলাকালে বৃষ্টি বাধা না দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে সংক্ষিপ্ততম ফরম্যাটের ম্যাচটির দৈর্ঘ্য কমার মত ঘটনাও ঘটতে পারে।

অবশ্য এই ম্যাচের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য স্বস্তির বিষয় হতে পারে মাঠের ড্রেনেজ ব্যবস্থা। অত্যাধুনিক ভেন্যু সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা বেশ উন্নত। তাই আয়োজকরা জানিয়েছেন, সারাদিন বৃষ্টি হওয়ার পর থামলেও ম্যাচ শুরু হতে বেশি সময় লাগার কথা নয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’