Scores

রাজ্জাককে পেছনে ফেলে বিশ্বকাপে মুস্তাফিজের অনন্য রেকর্ড

মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে এজবাস্টনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত। ফলে বাংলাদেশের সামনে যে লক্ষ্য দাঁড়িয়ে আছে তা তাড়া করার জন্য খুব বেশি বড় নয়। মুস্তফিজের ক্ষুরধার বোলিং বাজে শুরুর পরও দলকে এনে দিয়েছে ছন্দ। একইসাথে ‘দ্যা ফিজ’ গড়েছেন অনন্য একটি রেকর্ড।

রাজ্জাককে পেছনে ফেলে বিশ্বকাপে মুস্তাফিজের অনন্য রেকর্ড

এই রেকর্ড গড়ার পথে ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটার পেছনে ফেলেছেন আব্দুর রাজ্জাককে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই স্পিনার বিশ্বকাপের এক আসরে ১৩টি উইকেট নিয়ে এতদিন ছিলেন যেকোনো বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে এবার মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন তাকেও।

Also Read - মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তন


মঙ্গলবারের (২ জুন) ম্যাচ শুরুর আগে বিশ্বকাপে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১০টি। ভারতের ব্যাটিং লাইনআপে ভীতি প্রদর্শন করে ৫টি উইকেট তুলে নিয়ে সেই সংখ্যাকে নিয়ে গেছেন ১৫-তে। ফলে পেছনে পড়ে গেছে রাজ্জাকের সেই রেকর্ড।

রাজ্জাক আসরে ১৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ২০০৭ সালে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বাংলাদেশ উঠেছিল সুপার এইটে, যার পেছনে বড় অবদান ছিল রাজ্জাকের ঘূর্ণির।

এই রেকর্ডে রাজ্জাককে পেছনে ফেললেও মুস্তাফিজ আরেক রেকর্ডের দিক থেকে পাশে বসেছেন বাঁহাতি স্পিনারের।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি সংখ্যক বার ৫ উইকেট পাওয়ার কীর্তি মুস্তাফিজের, যা আগে ছিল শুধুই রাজ্জাকের। রাজ্জাক ও মুস্তাফিজ দুজনই ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন ৪ বার করে। সাকিব আল হাসান এই কীর্তি গড়েছেন ২ বার, সর্বশেষ (আফগানিস্তানের বিপক্ষে) ম্যাচে দ্বিতীয়বারের মত।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস