Scores

রাতেই উইন্ডিজ যাচ্ছেন সৌম্য-আরিফুল

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (২৪ জুলাই) দেশ ছাড়বেন সৌম্য সরকার ও আরিফুল হক। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উইন্ডিজের পথে রওনা করবেন এই দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

বাংলাদেশের উইন্ডিজ সফর শুরু হয়েছিল দুই ম্যাচের টেস্ট দিয়ে।  তবে টেস্টে মোটেই সুবিধা করতে পারতে নি সফরকারীরা। এদিকে ২২ জুলাই শুরু হওয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচে দাপটের সাথেই জিতেছে মাশরাফিবাহিনী। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ ২৬ জুলাই। আর শেষ ওয়ানডে ২৮ জুলাই।  বাংলা নিউজের তথ্যমতে, একদিনের সিরিজ শেষ করে দেশে ফিরবেন মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত।

Also Read - ওয়ানডে নিয়ে নির্বাচকদের ভাবনায় মুমিনুল


উইন্ডিজে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ জুলাই।  ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে।  ৪ ও ৫ আগস্ট মাঠে নামবে দুই দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতেই আজ রাতে উইন্ডিজের পথে পাড়ি জমাবেন সৌম্য সরকার ও আরিফুল হক।

এদিকে গতকাল (সোমবার) আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ এ’ দল ঘোষণা করা হয়েছে। পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই স্কোয়াডেও আছেন সৌম্য সরকার।  টি-টোয়েন্টির অধিনায়কের পাশাপাশি ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছিল সৌম্যকে। কিন্তু জাতীয় দলের সাথে যুক্ত থাকায় আয়ারল্যান্ডে এ’ দলের সাথে প্রথম তিনটি একদিনের ম্যাচে মাঠে নামা হবে না সৌম্যের।

এক নজরে এ’দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাঃ সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ফজলে রাব্বি, মুমিনুল হক সৌরভ, আফিফ হোসেন ধ্রুব, সাইদ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, শরিফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

২৮ জুলাই ডাবলিনের উদ্দেশ্যে দেশ ছাড়বে এ’দল।  প্রথম তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে উইকলোতে।  বাকি দুইটি একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে।

এক নজরে সিরিজের সূচিঃ

২৮ জুলাই ২০১৮- ডাবলিনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ’ দল।

০১ আগস্ট ২০১৮- প্রথম একদিনের ম্যাচ -বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে।

০৩ আগস্ট ২০১৮- দ্বিতীয় একদিনের ম্যাচ -বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে।

০৫ আগস্ট ২০১৮- তৃতীয় একদিনের ম্যাচ -বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে।

০৮ আগস্ট ২০১৮- চতুর্থ একদিনের ম্যাচ- বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে।

১০ আগস্ট ২০১৮- পঞ্চম একদিনের ম্যাচ- বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫ মিনিটে।

১৩ আগস্ট  ২০১৮- প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- বাংলাদেশ সময় রাত ৯ টায়।

১৫ আগস্ট ২০১৮- দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- বাংলাদেশ সময় রাত ৯ টায়।

১৭ আগস্ট ২০১৮- তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ-বাংলাদেশ সময় রাত ৯ টায়।

১৮ আগস্ট ২০১৮- ডাবলিন থেকে দেশের পথে রওনা করবে বাংলাদেশ এ’ দল।

[আরও পড়ুনঃ টাইগারদের জয়ে টুইটার প্রতিক্রিয়া]

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শহিদুলের ৫; ৭৯ রানে অলআউট কেএসসিএ

মুমিনুল-শান্ত’র সেঞ্চুরিতে বাংলাদেশের রান পাহাড়

৪০০ পেরিয়ে বাংলাদেশ, সেঞ্চুরির পথে শান্ত

ফতুল্লায় আরিফুলের ছক্কা-বৃষ্টি!

আরিফুল ঝড়ে প্রাইম ব্যাংকের রান পাহাড়