
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার আগে দলের সাথে যোগ দিতে দিবাগত রাতে (রাত একটায়) দেশে ফিরবেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের পর সাকিব ছুটি পেয়ে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব।
ইতোমধ্যেই হোটেলে উঠেছে দুই দল। ২৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে দুই দলের খেলোয়াড় এবং অন্যান্য স্টাফরা। এরপর ২৭ আগস্ট থেকে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। কিন্তু সাকিব আল হাসান একদিন পর কোয়ারেন্টিনে যোগ দেওয়াতে অনুশীলনের সুযোগও পাবেন একদিন পর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব। সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচ খেলার পর যুক্তরাষ্ট্র রওনা দিয়েছিলেন এ অলরাউন্ডার।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
বাংলাদেশের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।