██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রাত ২টায় বাসায় ফিরে ভোর ৫টায় অনুশীলনে যেতেন সরফরাজ

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও জাতীয় দলে সুযোগ হচ্ছে না সরফরাজের।

রাত ২টায় বাসায় ফিরে ভোর ৫টায় অনুশীলনে যেতেন সরফরাজ

রাত ২টায় বাসায় ফিরে ভোর ৫টায় অনুশীলনে যেতেন সরফরাজ

প্রকাশিত হয়েছে - 2023-03-26T17:45:13+06:00

আপডেট হয়েছে - 2023-03-26T17:45:13+06:00

দরজায় কড়া নাড়ছে আইপিএল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন ক্রিকেটাররা। দিল্লী ক্যাপিটালসের ক্রিকেটার সরফরাজ খানও অনুশীলনে ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন।

সরফরাজ খান। ফাইল ছবি

ভারতের ক্রিকেটে বেশ আলোচিত এক নাম সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও এখনও পর্যন্ত জাতীয় দলে ডাক পাননি তিনি। তার দলে ডাক না পাওয়া নিয়ে অবশ্য বেশ নাখোশ সাবেকরা, ভারতের নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন অনেকেই। ঘরোয়া ক্রিকেটে সরফরাজের পারফরম্যান্স বরাবরই ভালো। রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ৬ ম্যাচে তিন সেঞ্চুরিসহ রান করেছিলেন ৫৫৬। তবে এত ভালো পারফরম্যান্সের পরেও ভারতের টেস্ট দলে জায়গা হয়নি সরফরাজের। তাকে দলে না নেওয়ার প্রসঙ্গে বারবার সামনে আসে শারীরিক স্থূলতা। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য সরফরাজ পুরোপুরি ফিট কিনা, সেই প্রশ্নও তুলে থাকেন অনেকে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


আইপিএলকে সামনে রেখে সরফরাজ কথা বলেছেন নিজের ফিটনেস নিয়ে। নিজের অনুশীলন, ফিটনেস এসব ব্যাপারে তিনি বলেন,দেখুন, ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি। যখন আমাদের রঞ্জি ট্রফির খেলা শেষ হয়ে যেত, আমি রাত দুইটায় বাসায় যেতাম। এরপর আবার ভোর পাঁচটায় মাঠে চলে যেতাম। তাই আমার গ্রাউন্ড ফিটনেস এবং দৌড় সব সময় ঠিকঠাক হতো। আমি রঞ্জি ট্রফি বা আইপিএলের মতো টুর্নামেন্টগুলো থেকে সর্বোচ্চ পাওয়ার চেষ্টা করতাম। দিল্লী ক্যাপিটালস সম্প্রতি ১৪ দিনের একটি ফিটনেস ক্যাম্প পরিচালনা করেছে। সম্ভাব্য যেসব উপায় আছে সবকিছুকেই আমি কাজে লাগানোর চেষ্টা করি।

 জাতীয় দলে এখনও উপেক্ষিত সরফরাজ। ফাইল ছবি

ভারতীয় দলে জায়গা না পেলেও হতাশ হয়ে হাল ছেড়ে দিতে নারাজ সরফরাজ। নিজের সময়ের জন্য অপেক্ষা করে যাবেন বলে জানান ২৫ বছর বয়সী এই ব্যাটার। তার মতে, বর্তমানে আমার যে ছন্দ আছে, সেটি ধরে রাখায় মনোযোগ দিচ্ছি। নিশ্চিত করার চেষ্টা করছি যে, যত লম্বা সময় পর্যন্ত এটি ধরে রাখা যায়। আমি এটা করছি কারণ একবার ছন্দ হারালে, তা আর সহজে ফিরে পাওয়া যায় না। প্রায়ই এমনটা হয় যে একজন খেলোয়াড় দেরিতে ডাক পায়। সূর্যকুমার যাদবের কথা বলা যায়। সে আমার দারুণ বন্ধু। সেও দেরিতে ডাক পেয়েছিল। তাই আমিও আরেকটু অপেক্ষা করতে চাইব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছন্দটা ধরে রাখা।

 

সরফরাজের দলে ডাক না পাওয়া নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। ভারতের নির্বাচকদেরকে ফ্যাশন শো দেখে ক্রিকেটার বাছাই করতে বলেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলেছিলেন সরফরাজ হয়ত নিজেকে প্রতারিত ভাবতে পারেন। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন সরফরাজ নির্বাচকদের দরজা জ্বালিয়ে দিচ্ছেন। তবে এতকিছুর পরেও ভারতের টেস্ট দলে জায়গা হয়নি সরফরাজের। ভবিষ্যতে সুযোগ পাওয়ার অপেক্ষাতেই তাই এখনও ঘাম ঝরিয়ে যাচ্ছেন সরফরাজ। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.