Scores

রানবন্যার বিশ্বকাপ হবে না!

বিশ্বকাপ শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একত্রে হাজির হয়েছিলেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। লন্ডনে এই ‘মিট দ্য ক্যাপটেনস’ নামক এই অনুষ্ঠানে বিরাট কোহলি মনে করিয়ে দেন বিশ্বকাপের শেষাংশটা বেশ কঠিন হবে। তার মতে, ২৫০ রান করেও বিশ্বকাপে ম্যাচ জয় সম্ভব হবে।

বিশ্বকাপে যাওয়ার আগে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে রানবন্যা দেখা গিয়েছিল। ২-০ পিছিয়ে পড়ার পরেও ৫-৩ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজেও দেখা গিয়েছিলে রানবন্যা। প্রতিটি ম্যাচেই দুই দল মিলে ছয় শতাধিক রান করেছে।

Also Read - ব্রেট লির চোখে ২০১৯ বিশ্বকাপের সেরা তিন পেসার


তবে ভারতীয় অধিনায়কের মতে বিশ্বকাপে হয়তো এমন রানের ফুলঝুরি দেখা যাবে না। বড় টুর্নামেন্টে চাপ বেশি থাকে, এটাও এর একটি বড় কারণ। এমনকি কোহলি বলেছেন, ২৫০ রান করেও বিশ্বকাপে জয় সম্ভব হবে।

কোহলির ভাষায়, ‘আমার তো মনে হয়, বিশ্বকাপে ২৬০-২৮০ রানের লক্ষ্যে ব্যাট করাও ৩৮০ রান তাড়া করার মতোই কঠিন। টুর্নামেন্টের শেষাংশে রানবন্যার ম্যাচ দেখা যাবে না। আপনি দেখবেন, ২৫০ রানের সংগ্রহ নিয়েও ম্যাচ বের করে আনা সম্ভব হবে।’

বিশ্বকাপের ম্যাচগুলো কেমন প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলের মানই একরকম নয়। তবে এই ধরনের টুর্নামেন্টে সবাই ভালো করতে চাই তাই সবদলই প্রভাব বিস্তার করবে। দেশ ছাড়ার আগেও অবশ্য তিনি বলেছিলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা হালকাভাবেই দেখছেন।

এই ডানিহাতি ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে, সবগুলো দলই তো আর সমপর্যায়ের না। তবে আপনি নকআউট পর্বের যত কাছে যেতে থাকবেন ততই প্রভাব পড়বে। সবাই ভালো শুরুর চেষ্টা করবে। বিশ্বকাপে অনেক চাপ থাকে। কয়েকটা ম্যাচ গেলেই সবাই নিজ নিজ অবস্থান বুঝতে পারবে। তখন সবাই-ই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টায় থাকবে। আমার মনে, টুর্নামেন্টের শেষাংশটা বেশ কঠিন হতে চলেছে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস