Scores

রান-ফোয়ারার ইনিংসে কেন বল করেননি তাইজুল?

উইকেট তুলে নিতে পটু তো বটেই, রান আটকানোর কারণেও স্পিনার তাইজুল ইসলামের খ্যাতি আছে। খুলনা টাইটান্সের বাঁহাতি এই অফ স্পিনার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন খুলনা টাইটান্সের জার্সি গায়ে।

রান-ফোয়ারার ইনিংসে কেন বল করেননি তাইজুল?

দল হিসেবে ষষ্ঠ বিপিএলে খুলনা টাইটান্সের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও খারাপ হয়নি তাইজুলের পারফরম্যান্স। আসরে দলের পক্ষে সবচেয়ে বেশি সংখ্যক উইকেট শিকার করেছেন তিনিই। অথচ সেই তাইজুলকেই সোমবার (২৮ জানুয়ারি) বল করতে দেওয়া হয়নি; যেদিন কিনা প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্য বোলারদের তুলোধুনো করে জড়ো করেছে ২৩৭ রান!

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে আর পাওয়া গেল না। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন দলের ক্যারিবীয় ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট। বাধ্য হয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দিলেন তাকেই। আর ব্র্যাথওয়েট দিলেন তাইজুলের হাতে বল তুলে না দেওয়ার ব্যাখ্যা।

Also Read - দল থেকে বাদ পড়ার কারণ জানতে চান ইমরুল


প্রথমে অবশ্য মুখ খুলতে চাইছিলেন না ব্র্যাথওয়েটও। অধিনায়ক নন- এমন যুক্তিতে এড়িয়ে যেতে চাইছিলেন আলোচিত প্রশ্নটিকে, এই মর্মে- আমি এ প্রশ্নের উত্তর দিতে পারব না, কারণ আমি দলের অধিনায়ক নইকে বল করল, কে করল না এটা অধিনায়কই বলতে পারবে।’

তবে শেষমেশ ব্র্যাথওয়েট একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। আর সেক্ষেত্রে তিনি জানিয়েছেন, বাঁহাতি ব্যাটসম্যানরা বেশিক্ষণ সময় ধরে ব্যাট করছিলেন বলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এদিন তাইজুলকে ‘অ্যাকশনে’ নামানো হয়নি।

ব্র্যাথওয়েট বলেন, রিয়াদ চার ওভার করেছে এবং সে ভালো বল করেছেতাদের দুইজন বাঁহাতি ব্যাটসম্যানই ইনিংসের অধিকাংশ সময়জুড়ে ব্যাটিং করেছেডানহাতি ব্যাটসম্যানরা খুবই কম ব্যাটিং করেছেএনামুল প্রথম বলেই আউট হয়ে গেছেআফ্রিদি চারে খেলেছে এরপর শামসুর বাকিটা টেনে নিয়েছে।’

যদিও এই ব্যাখ্যাকেই তাইজুলকে এদিন ‘অব্যবহৃত’ রাখার কারণ হিসেবে ধরে নেওয়ার সুযোগও রাখেননি তিনি। তাই আমি বলতে পারছি না সে কেনো বল করেনিহয়তো ছোট বাউন্ডারি আর দুই বাঁহাতি ব্যাটিংয়ে থাকলে স্পিনারদের দিয়ে বল করানো কঠিন।’– বলেন ব্র্যাথওয়েট।

Related Articles

বর্ণবাদ বিরোধী ব্যাজ ও হাঁটুগাড়া প্রতিবাদ লোক দেখানো : ব্র্যাথওয়েট

পিএসএলেও মুশফিককে নিয়ে আলোচনা

ব্র্যাথওয়েটকে শাস্তি দিল আইসিসি

দুঃস্মৃতির হারেও আক্ষেপ নেই ব্র্যাথওয়েট-হোল্ডারের

কিউইদের বিপক্ষে হেরে গেলেও ব্র্যাথওয়েটের বীরত্ব: টুইটারে প্রশংসার ‘বন্যা’