
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬১তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে কলকাতা জিতেছে ৫৪ রানের ব্যবধানে।
পুনেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান জড়ো করে কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ২৮ বল মোকাবেলায় গড়া তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
এছাড়া স্যাম বিলিংস ৩৪, আজিঙ্কা রাহানে ২৮ ও নিতিশ রানা ২৬ রান করেন। হায়দরাবাদের পক্ষে ৩৩ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেন আলোচিত পেসার উমরান মালিক।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ধীর শুরু করা হায়দরাবাদ দলীয় ৩০ রানে হারিয়ে ফেলে অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট। অভিষেক শর্মা এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ২৮ বলে ৪৩ রান করে বিদায় নিতে হয় তাকেও।
এরপর হায়দরাবাদ পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। অ্যাইডেন মারক্রামের ২৫ বলে ৩২ ও শশাঙ্ক সিংয়ের ১২ বল ১১ রানের দুই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান। এতে কলকাতা পায় ৫৪ রানের রাজসিক জয়।
কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল তিনটি ও টিম সাউদি দুটি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্যে রাসেল পান ম্যান অব দ্যা ম্যাচ খেতাব।
সংক্ষিপ্ত স্কোর
টস : কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স : ১৭৭/৬ (২০ ওভার)
বিলিংস ৩৪, রাহানে ২৮, নিতিশ ২৬
উমরান ৩৩/৩, ভুবনেশ্বর ২৭/১
সানরাইজার্স হায়দরাবাদ : ১২৩/৮ (২০ ওভার)
অভিষেক ৪৩, মারক্রাম ৩২
রাসেল ২২/৩, সাউদি ২৩/২
ফল : কলকাতা নাইট রাইডার্স ৫৪ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।