
মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের আড্ডায় উঠে এসেছে ক্রিকেটের নানান মজার অজানা গল্প। ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের বিপক্ষে সফলতা পাওয়ার রহস্যও জানিয়েছেন মাশরাফি।
আলোচনার এক ফাঁকে তামিমই কথাটা তোলেন। রাসেলের মতো বিগ হিটার ব্যাটসম্যান বিশ্বের সব দুর্দান্ত গতি পেসারদের মেরে ছাতু বানিয়ে দিলেও মাশরাফির কাছে কীভাবে পরাস্ত হন সেই রহস্য জানতে চান বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক।
তামিম মাশরাফিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমরা সবাই জানি রাসেল বিশ্বের একজন বিগ হিটার। কিন্তু ও কী কারণে আপনার বল মারতে পারে না? আপনার জোরের বল আর আস্তের বল কী ও বুঝতে পারে না?’
প্রশ্নের মাঝেই অবশ্য উত্তর দিয়ে দেন তামিম। তারপর মাশরাফি শোনান রাসেলের সাথে মজার স্মৃতির গল্প। জানান কীভাবে রাসলকে পরাস্ত করেন এই বাংলাদেশি মিডিয়ার পেস বোলার। এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে মাশরাফি বলেন তার (রাসেলের) মানসিকতায় সমস্যা আছে এইজন্য মাশরাফির বল বুঝতে ভুল করেন তিনি।
মাশরাফির ভাষায়, ‘একবার আউট হয়ে রাসেল আমাকে বলে যে তোমাকে কেন আমি সবসময় মারতে পারি না? আমি বললাম, তোমার সমস্যা আছে। তুমি মানসিকভাবে ঠিক করে নিবে আমার স্লোয়ার ১১৭ এবং জোরের বল ১২০ (কিমি/ঘণ্টা)।’
তিনি আরও জানান, ‘তুমি (রাসেল) আমার জোরের বলটা ভাবো ১৩০ আর স্লোয়ার ভাবো ১০৫ ওইভাবে ব্যাট চালালে তো হবে না। আর সব বোলারের মতো আমাকে ভাবলে তো হবে না। ওর মাইন্ড সেট আপেই সমস্যা। ও জানে আমি মিডিয়াম পেসার কিন্তু জানে না কী আসতেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ম্যাচে রাসেলকে মাশরাফি আউট করার পরে তাদের মধ্যে এই কথোপকথন আদান প্রদান হয়েছিল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।