Scores

রাসেলের শটে ভেঙে চুরমার ক্যামেরার লেন্স

শট খেলা তার কাছে এত সোজা বলেই তো টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের এত খ্যাতি। সেই রাসেল এবার শট মেরে ক্যামেরার লেন্সই ভেঙে দিয়েছেন। ঘটনার সাক্ষী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স।

রাসেলের শটে ভেঙে চুরমার ক্যামেরার লেন্স

সদ্য শুরু হওয়া আইপিএলের ১৩তম আসরে এখনো কোনো ম্যাচ খেলেনি কলকাতা নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ কিছু ইনিংস খেলা রাসেল আইপিএলে এসেছেন কলকাতার হয়ে খেলতে। কলকাতার জার্সিতে দীর্ঘ সময় ধরে আইপিএল মাতানো রাসেল অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন।

Also Read - আইপিএলের শুরুতেই ইঞ্জুরিতে '৬' তারকা


এমনই এক নেট সেশনে তার শট লেগে ভেঙে গেছে নেট প্র্যাকটিসের ভিডিও ধারণ করতে থাকা ক্যামেরা। চলন্ত ভিডিওতেই দেখা গেছে, রাসেলের শট লেগে কীভাবে ক্যামেরার লেন্স চূর্ণ হয়ে যায় মুহূর্তেই। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ সেই ভিডিও আপলোড করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে।

স্বাভাবিক দৃষ্টিতে রাসেলের শটটিকে খুব জোরালো বলে মনে হবে না। তবে লেন্সের কাঁচ চূর্ণ হয়ে যেভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে, তাতেই স্পষ্ট রাসেলের ‘পাওয়ার হিটিং’। কলকাতা নিজেদের প্রথম ম্যাচ খেলবে বুধবার (২৩ সেপ্টেম্বর), মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এই ম্যাচের আগে রাসেলের ক্যামেরা ভাঙা শট যেন মুম্বাইয়ের বোলারদের জন্য হুঙ্কার হয়ে থাকলো!


রাসেলের শটে ক্যামেরার লেন্স চূর্ণ হওয়ার ভিডিও দেখুন-

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে নিজের ‘আইডল’-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের