রিজওয়ানের রেকর্ড গড়া শতকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড গড়া শতকে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। ব্রেন্ডন ম্যাককালামের পর একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হিসেবে নাম লেখান।
Also Read - নিউজিল্যান্ডের জন্য শরিফুলকে প্রস্তুত করছেন মাহমুদউল্লাহরিজওয়ান ছাড়া অন্য কেউ অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত রিজওয়ান হাঁকান ৬টি চার ও ৭টি ছক্কা। এছাড়া হায়দার আলী ২১ ও হুসাইন তালাত ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি উইকেট শিকার করেন অ্যান্ডিলে ফেসুকায়ো।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে জানেমান মালান ও রিজা হ্যান্ড্রিক্সের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর খেই হারায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে ডোয়াইন প্রিটোরিয়াস ও বিজর্ন ফরচুন চেষ্টা চালালেও দলকে জেতাতে পারেননি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন হ্যান্ড্রিক্স, ৪২ বলের মোকাবেলায়। এছাড়া ২৯ বলে ৪৪ রান করেন মালান। নির্ধারিত ২০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান। এতে পাকিস্তান পায় ৩ রানের রোমাঞ্চকর জয়।
পাকিস্তানের পক্ষে হারিস রউফ ও উসমান কাদির। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর
টস : পাকিস্তান
দক্ষিণ আফ্রিকা : ১৬৯/৬ (২০ ওভার)
রিজওয়ান ১০৪*, হায়দার ২১
ফেসুকায়ো ৩৩/২, শামসি ২০/১
পাকিস্তান : ১৬৬/৬ (২০ ওভার)
হ্যান্ড্রিক্স ৫৪, মালান ৪৪
কাদির ২১/২, রউফ ৪৪/২
ফল : পাকিস্তান ৩ রানে জয়ী।