SCORE

রিজার্ভ ডে-র আশ্রয়ে ‘এ’ দলের সিরিজ

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটির দুটিই ভেসে গেছে বৃষ্টিতে। সম্ভাবনা আছে আরও একটি ম্যাচ ভেসে যাওয়ারও। বৃষ্টির জন্য বাধা সৃষ্টি হওয়া বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে সিরিজে তাই নেওয়া হয়েছে রিজার্ভ ডে-র আশ্রয়।

বাংলাদেশ'এ'

বৃষ্টির কারণে দুটি ম্যাচ বাধাগ্রস্ত হওয়ায় রঙ হারাচ্ছিল সিরিজ। দুই দলের ম্যানেজমেন্ট আলোচনা করে তাই অনুমতি দিয়েছে রিজার্ভ ডে-র, তাতে নতুন সূচির ব্যবস্থা করে দিয়েছে বিসিবি।

Also Read - পাকিস্তানে যাচ্ছেন না মালিঙ্গা-থারাঙ্গারা

বাকি ম্যাচগুলোর নির্ধারিত দিন অবশ্য অপরিবর্তিতই থাকছে। শুধু তৃতীয় ম্যাচের জন্য দুদিন ও চতুর্থ ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় পঞ্চম ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে।

সে হিসেবে রোববার সকাল নয়টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’, যা বিবেচিত হবে দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে হিসেবে।

দেশব্যাপী টানা দুদিনের অতি বৃষ্টির প্রভাব পড়েছে সমুদ্র ঘেঁষা কক্সবাজারেও। নবনির্মিত স্টেডিয়ামে তাই মাঠে গড়ায়নি একটি বলও। বৃষ্টির হাত থেকে বাঁচার উপায় না দেখে আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে পরিত্যক্ত হয়েছিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও। যদিও ঐ ম্যাচটি শুরু হতে পেরেছিল ঠিক সময়েই। অক্টোবরের এমন অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার লড়াই বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

আগামী ২৪ অক্টোবর সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ অক্টোবর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিও মাঠে গড়াবে একই ভেন্যুতে।

দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে ক্রিকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ বর্তমানে সিরিজে এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। পরের দুটি ম্যাচের একটি জিতলেই নিশ্চিত হবে স্বাগতিকদের সিরিজ জয়।

এর আগে সিলেটে দুই দলের একমাত্র চারদিনের ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সমতা আনলো আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান

রশিদ-মুজিবের ঘূর্ণিতে সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান

আফগানিস্তান সিরিজের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের শক্তিশালী দল