রিয়াদের অভিজ্ঞতার সঙ্গে কি আফিফ, শামীমের তুলনা করা উচিত? প্রশ্ন সুজনের
এশিয়া কাপে সাত নম্বরের জন্য বিবেচনায় রয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান। এমনকি সাতে ব্যাটিং করতে পারেন মেহেদী হাসান মিরাজও।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-15T17:42:12+06:00
আপডেট হয়েছে - 2023-08-15T17:51:22+06:00
খালেদ মাহমুদ অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে তরুণ আফিফ বা শামীম কিংবা মিরাজ-মেহেদী, কারো সঙ্গেই তুলনা করতে চান না। সেই সঙ্গে মাহমুদ মনে করিয়ে দিলেন আফিফের ব্যাটিং সামর্থ্যের কথাও।
এশিয়া-কাপের-দলে-ফিরলেন-শেখ-মাহেদী
ঘুরেফিরে বারবার সংবাদ মাধ্যমে যারাই আসছেন তারাই মাহমুদউল্লাহ ইস্যুর মুখোমুখি হচ্ছেন। খালেদ মাহমুদ তো আজ অনেক কথাই বলেছেন। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মাহমুদউল্লাহকে দলে নেওয়া যেত কী না!
মাহমুদ অবশ্য বলছেন চাইলে তো নেওয়াই যেত। তবে আফিফদের উপর আস্থা রাখতে বলছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে মাহমুদউল্লাহর অভিজ্ঞতার সঙ্গে আফিফ, শামীম, মিরাজদের তুলনা করতেও না করেছেন।
“যে দলটা দিয়েছে সেটার উপরেই বিশ্বাস রাখা উচিত বলে মনে করি। কারোর সঙ্গে কারোর তুলনা করার মতই না। রিয়াদ, রিয়াদই। তাঁর এতবছরের যে অভিজ্ঞতা সেটা কী আফিফ, শামীমের সাথে তুলনা করে পারবেন? পারবেন না। তাঁরা যদি মনে করে নতুন কাউকে সুযোগ দিতে হবে তাহলে তো আমি দোষের কিছু দেখি না। রিয়াদকে নেওয়া যেত না এটাও বলব না।”
তিনি আরও যোগ করেন, “আমার কথা হচ্ছে সাত নম্বর পজিশনের জন্য তাঁরা যদি ভালো খেলে এবং বাংলাদেশ দল জিতে দিনশেষে কোনো ব্যক্তির নামটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আর হাজার পারফরম্যান্স করে যদি হেরে যায় তাহলে লাভ কী আমাদের। বাংলাদেশ যদি জিতে… যে যার পজিশন থেকে ভালো খেলবে, আগ্রাসী থাকবে, ইতিবাচক খেলবে।”
ফর্মের কারণে বাদ পড়েছিলেন আফিফ। তাঁকে আবারও জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয় সর্বশেষ সিরিজে। মাহমুদ মনে করা করালেন গত বছর ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে আফিফের ঐতিহাসিক ইনিংসটির কথা। যে ম্যাচে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল। ওই ম্যাচেই আফিফ ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জেতানোয় বড় ভূমিকা পালন করেন।
আফগানদের-বিপক্ষে-আফিফ-মিরাজের-জুটির-কথাও-স্মরণ-করেন-সুজন
“আফিফ বছর-দুয়েক আগে আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি (আসলে ৯৩*) করে ম্যাচ জিতিয়েছিল মিরাজকে নিয়ে। সেটা ভুলে গেলেও কিন্তু চলবে না। আমার কথা হচ্ছে আফিফ যে ক্যাপাবল না সেটা একদমই ভুল। আফিফ ডিপিএলে যথেষ্ট ডমিনেট করে ব্যাটিং করে। আন্তর্জাতিক ক্রিকেটেও ওর বেশ কিছু ভালো পারফরম্যান্স রয়েছে। হ্যাঁ, ভাগ্য তো সবসময় থাকে না। আফিফকে আপনারা কতটুকু চিনেন জানি না, যেহেতু ও আমার সাথে অনেক বছর কাজ করেছে।“
আফিফ আসলে কী মানসিকতার মানুষ সেটিও সংবাদমাধ্যমের সামনে বলেন মাহমুদ। বয়স কম হওয়ায় তাঁকে নিয়ে বাড়তি আলোচনা চাপে ফেলে আফিফকে বললেন বিসিবির এই পরিচালক। সেই সঙ্গে মাহমুদউল্লাহর মনের অবস্থার কথাও বললেন তিনি।
“ও ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। তখন ওকে নিয়ে সব কথাবার্তা হয় তখন ওর মধ্যে চাপ কাজ করে। অবশ্যই সে অনেক তরুণ। আমার কাছে মনে হয় এই চাপগুলোও তাঁকে দেওয়া উচিত নয়। রিয়াদের জন্য অবশ্যই আমাদের ফিলিংস আছে। খুব ছোট থেকেই আমার সঙ্গে কাজ করেছে। আমি জানি ওর মানসিক অবস্থা কীরকম এখন। কিন্তু আমি বিশ্বাস করি রিয়াদ এখান থেকে উঠে আসবে। যারা এখান থেকে যাবে আমাদের উচিত তাদের সমর্থন দেওয়া।“
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।