Scores

রিয়াদের আক্ষেপ, রিয়াদের স্বস্তি

জাতীয় লিগে টায়ার-২ এর ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের ম্যাচ যেন ছিল মাহমুদউল্লাহ রিয়াদময়। ব্যাট ও বল হাতে সমান পারদর্শিতা দেখিয়ে পেয়েছেন ম্যাচ সেরার খেতাব। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ড্র হয়েছে, সম্পূর্ণ হয়নি তিনটি ইনিংসও।

রিয়াদের আক্ষেপ, রিয়াদের স্বস্তি

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে রিয়াদের কণ্ঠে খুঁজে পাওয়া গেল আক্ষেপ, আবার ছিল স্বস্তির ছোঁয়াও। জাতীয় দলের ক্রিকেটাররা এনসিএলে খেলতে চান না- এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন, আলোও ছড়িয়েছেন। বিসিবির উদ্যোগে লিগের গুরুত্ব বাড়ানোর চেষ্টাও চলছে। রিয়াদের স্বস্তি এই বিষয়েই।

Also Read - টি-টোয়েন্টি দলে না থাকলে খেলতে হবে তৃতীয় রাউন্ড


আর আক্ষেপ নিজের ইনিংসটি নিয়ে। ম্যাচে একবারই নেমেছিলেন ব্যাট হাতে। ১৩৪ বলে ৬৩ রানের ইনিংসটিকে তিন অঙ্কে নিয়ে যেতে পারেননি। যদিও বোলারদের সুবিধা দেওয়া উইকেটে ব্যাটিং সহজ ছিল না।

রিয়াদ বলেন, ‘তিন অঙ্ক ছুঁতে পারলে ভালো লাগত। চেষ্টাও করছিলাম। পিচ দ্বিতীয়-তৃতীয় দিনেও বোলারদের সুবিধা দিচ্ছিল। প্রথম ২ রান করতে ৩৫-৪০ বলের মত খেলেছিলাম। উইকেটে টিকে থাকা এবং পরে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’

রিয়াদ জানালেন, গোছানো আয়োজন হলে এনসিএলে খেলতে আপত্তি নেই বড় ক্রিকেটারদের। এবারের লিগ আয়োজনের প্রশংসা করে তিনি জানান, ‘মাঝের সময়টায় জাতীয় দলের অনেক খেলা ছিল। অন্যান্য লিগ নিয়ে ব্যস্ততা ছিল। ভালো সুযোগ থাকলে আমরা সবসময়ই জাতীয় লিগে খেলতে চাই। এবার জাতীয় লিগ বেশ ভালো মনে হয়েছে। সবাই আগের চেয়ে বেশি শ্রম দেয়। দিনশেষে কখনো পারফরম্যান্স ভালো হবে কখনো হবে না, কিন্তু নিজের জায়গায় ঠিক থেকে আপনি যদি নিজের কাজ ঠিক রাখেন এটাই বড় কথা।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ব্যাটে-বলে জাতীয় লীগের সেরা ক্রিকেটার

ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির

জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

মাঠের ভেতর সতীর্থকে পেটালেন শাহাদাত

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা