Scores

রিয়াদের কণ্ঠে ‘রিজার্ভ ডে’ না থাকার আক্ষেপ

রিজার্ভ ডে না থাকায় ত্রিদেশীয় সিরিজের পণ্ড হওয়া ফাইনাল বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলকেই চ্যাম্পিয়ন তকমা এনে দিয়েছে। যদিও সমর্থকদের মত ক্রিকেটাররাও চেয়েছিলেন ম্যাচ খেলে ফলাফল বের করতে। তা না হওয়ায় কিছুটা আক্ষেপ বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের, যার অনেকটা দর্শকদের কষ্টের কথা ভেবে।

রিজার্ভ ডে’র প্রয়োজনীয়তা অনুভব করছেন রিয়াদও

ফাইনালের টিকিট নিয়ে রীতিমত কাড়াকাড়ি পড়েছিল দর্শকদের মধ্যে। ম্যাচের দিন (২৪ সেপ্টেম্বর) বৃষ্টি উপেক্ষা করেও সবাই হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। তবে বৃষ্টির কারণে কোনো বলই মাঠে গড়ায়নি। তবু বৃষ্টিতে ভিজে সব বয়সী দর্শকরা খেলা শুরুর অপেক্ষা করে গেছেন।

Also Read - ত্রিদেশীয় সিরিজে বোলারদের সেরা সাইফউদ্দিন


রিয়াদ মনে করেন, সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে কিছু জায়গায় আরও ভালো করার সুযোগ ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি রিজার্ভ ডে থাকলে আমাদের জন্য ভালো হতো, ফাইনালটা খেলতে পারতাম। আর পারফরম্যান্স বিশ্লেষণ করতে বললে বলব আমাদের অবশ্যই হতাশার জায়গা ছিল। আমরা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। হয়ত সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সব বিভাগেই আমরা আরও ভালো পারফর্ম করতে পারতাম।’

খেলা শুরুর প্রতীক্ষায় দর্শকরা বৃষ্টিতে কাকভেজা হয়েও জুড়ে ছিলেন গ্যালারি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়েননি বেশিরভাগ দর্শকই। তাদের এই নিবেদন আলোর মুখ না দেখায় আক্ষেপ রিয়াদের কণ্ঠে।

তিনি জানান, ‘যখন বৃষ্টি হচ্ছিল আমরা ড্রেসিংরুমে বসা ছিলাম। দেখছিলাম ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছে। তখন একটু আফসোস লাগছিল- ম্যাচটা হলে ভালো হতো বৃষ্টিতে ভিজতে হত না দর্শকদের। বাচ্চাদের জন্য খারাপ লাগছিল, সবাই অনেক আশা করে এসেছিল।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাসাকাদজার ‘অবসর’ বিশ্বাস করতে পারছিলেন না সাকিব

ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, বোলিংয়ে অবনমন

দর্শকদের জন্য বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

দর্শকদের জন্য খারাপ লাগছে সাকিবের

বৃষ্টিতে পণ্ডই হল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল