Scores

দলে না থাকলেও রিয়াদের কথা ভুলেননি ব্রাথওয়েট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে স্থান হয়নি দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। তবে দলে না থাকলেও রিয়াদ এখনো ভীতি জাগান ক্যারিবীয়দের টেস্ট দলে।

ব্রাথওয়েট রিয়াদ টেস্ট
টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি রিয়াদের। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রেইগ ব্রাথওয়েট। বাংলাদেশে থাকা ব্রাথওয়েট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যে কয়জন ব্যাটসম্যানের ব্যাপারে উদ্বেগ জাগালেন, তাদের মাঝে আছেন রিয়াদও, যিনি কিনা টেস্ট দলেই ব্রাত্য থেকে গেছেন।

ব্রাথওয়েট বলেন, ‘সাকিব তাদের মূল খেলোয়াড়। মুশফিকও অবশ্যই ভালো একজন খেলোয়াড়। তাদের মাহমুদউল্লাহের মত ক্রিকেটারও আছে।’ রিয়াদ অবশ্য দলে নেই। দলের সিনিয়র ক্রিকেটারকে অবশ্যম্ভাবী ধরে নিয়েই হয়ত তার নাম বলে ফেলেছেন ব্রাথওয়েট। তবে সে যাই হোক, বাংলাদেশকে ব্রাথওয়েট ভয়ই পাচ্ছেন।

Also Read - টি-১০ থেকে সরে দাঁড়ালেন রাসেল

তিনি বলেন, ‘তাদের সব খেলোয়াড়ই থাকবে। বাংলাদেশে ওরা ভালো খেলে। স্পিনার ও সামর্থ্যবান ব্যাটসম্যানদের নিয়ে ভালো একটি দল। তবে আমরা যদি নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি এবং নিজেদের উপর বিশ্বাস রাখি, তাহলেই হবে।’

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ অনেক তারকাই নেই ক্যারিবীয় স্কোয়াডে। ব্রাথওয়েট তাই ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকায়। দল নিয়ে অবশ্য উদ্বেগ নেই তার, ‘আমি মনে করি আমরা ভালো একটি দলই এসেছি। কেউ কেউ খুব একটা খেলেনি, কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেটও খেলেনি। আমি জানি, এই দল আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে সক্ষম। সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। সবাই সুযোগের অপেক্ষায় মুখিয়ে আছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

৯ বছর পরে এডওয়ার্ডস ও ২ বছর পরে গেইল ফিরলেন

জাতীয় দলের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে শৃঙ্খলার গুরুত্ব বোঝালেন ক্যারিবীয় অধিনায়ক