
হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার এমন হঠাৎ প্রস্থানে সতীর্থরাও মর্মাহত হয়েছেন। অভিজ্ঞ এই ক্রিকেটারকে জয় উৎসর্গ করার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন তারা।
বিদায়ী টেস্টটি নিজের মতো করে রাঙিয়েছেন রিয়াদ। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন। হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার। তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার কোনো দরকার এখন ছিল না, কিন্তু এখনো ফুরিয়ে যাননি সেই জবাব দেওয়ার ছিল। জবাব দিয়েই সাদা পোশাককে বিদায় জানালেন তিনি।
রিয়াদের বিদায়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘লাল বলে আপনার অবদানের জন্য ধন্যবাদ রিয়াদ ভাই। সীমিত ওভারের ক্রিকেটে ড্রেসিং রুমে আপনার সাথে দারুণ সময় কাটানোর আশায় আছি।’
লিটন দাস বলেছেন, ‘রিয়াদ ভাইয়ের সাথে খেলা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা অবশ্যই সাদা পোশাকে তাকে মিস করব।’
জাতীয় দলের নতুন সদস্য শরিফুল ইসলাম বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আপনাকে মিস করব।’
মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘একজন চমৎকার খেলোয়াড়! আপনি এভাবে টেস্ট থেকে বিদায় নিচ্ছেন এটা কষ্টদায়ক। খেলোয়াড়, সমর্থক ও ক্রিকেটের এই সংস্করণ আপনাকে মিস করবে। আপনার কাছে থেকে অনেক কিছু শিখেছি এবং আরও শেখার আশায় আছি। আগত সকল চ্যালেঞ্জ উপভোগ করুন রিয়াদ ভাই।’
পেসার আবু জায়েদ রাহীর ভাষায়, ‘একজন ভালো নেতা ও বুদ্ধিমান ক্রিকেটার। আপনি সবসময়ই আমার পাশে ছিলেন এবং একজন ভালো ক্রিকেটার হতে সাহায্য করেছেন। বাংলাদেশ টেস্ট দলে আপনার অবদান সোনালী অক্ষরে লেখা থাকবে। আমরা আপনাকে সাদা পোশাকে মিস করব।’
ইমরুল কায়েস বলেছেন, ‘আমার কাছেন একজন মানুষ, বন্ধু ও বড় ভাই, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি। তার সিদ্ধান্তকে আমি সবসময় সমর্থন করি। আশা করি তার বাকি ক্যারিয়ার সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।’
সাইফ হাসান লিখেছেন, ‘আপনি একজন সত্যিকার আদর্শ এবং আমার ও সব খেলোয়াড়ের জন্য একজন অনুপ্রেরণা। আপনার কঠোর পরিশ্রম, আত্মোৎসর্গ ও শৃঙ্খলাবোধ আমাদের অনুপ্রেরণা জোগায়। আমার দেখা অন্যতম সেরা একজন মানুষ আপনি। টেস্ট খেলার সময় আমরা আপনাকে অনেক মিস করব। আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং সাদা বলে এখনো অনেক কিছু দিবেন। শুভকামনা এবং আপনার জন্য অনেক দোয়া রইল।’
নুরুল হাসান সোহানের ভাষায়, ‘রিয়াদ ভাই সবসময়ই আমার জন্য একজন অনুপ্রেরণা। তার অধিনায়কত্বে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। আপনার জন্য সবসময়ই অনেক শুভকামনা। আপনার মনোভাব ও ব্যক্তিত্বকে সবসময়ই শ্রদ্ধা করি ও ভালোবাসি।’
The Silent Killer silently retires from Test cricket. 💔
What’s your favourite memory of Mahmudullah in Tests?#ThankYouMahmudullah pic.twitter.com/O8EUn5IYIs
— bdcrictime.com (@BDCricTime) July 11, 2021
We will miss you in Test cricket @Mahmudullah30 vai. pic.twitter.com/3UVqzy7xB5
— Shoriful Islam (@Shoriful_47) July 11, 2021
Alhamdulillah and thanks a lot brother …u r a true champion 👍👍👍 pic.twitter.com/As3HgP0WvT
— Mushfiqur Rahim (@mushfiqur15) July 11, 2021
A great sportsman with godly virtue! It’s difficult to believe that you are leaving the Test cap. The players, fans and this format of cricket will miss u. I’ve learnt many things from u and looking forward to get more. Enjoy whatever new challenges u take on, @Mahmudullah30 vai. pic.twitter.com/qWWXoA64Rz
— Mehidy Hasan Miraz (@Officialmiraz) July 11, 2021
View this post on Instagram
https://twitter.com/LittonOfficial/status/1414263275785576454