Scores

রিয়াদ-ইমরুলের সাথে সিমন্সদের লাইভ আড্ডা

সমর্থকদের জন্য বড় চমক নিয়ে আসছে বঙ্গবন্ধু বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের সাথে দুই বিদেশি ক্রিকেটারের লাইভ আড্ডার আয়োজন করছে দলটি। শনিবার (১৬ মে) রাত সাড়ে দশটায় শুরু হবে এই লাইভ সেশন।

রিয়াদ-ইমরুলের সাথে সিমন্সদের লাইভ আড্ডা

লাইভ সেশনে যোগ দেবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ওপেনার ইমরুল কায়েস। তাদের সাথে থাকবেন দুই বিদেশি ক্রিকেটার লেন্ডল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন। তাদের সাথে থাকবেন দলটির ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান। লাইভ সেশনটি সরাসরি সম্প্রচারিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও স্পৃহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে।

Also Read - প্রতিবছর এশিয়া-বিশ্ব একাদশ ম্যাচের দাবি ডু প্লেসির


করোনাভাইরাসের কারণে বর্তমানে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। ব্যাট-বল রেখে খেলোয়াড়রা তাই ঘরে বসে সময় কাটাচ্ছেন। সমর্থকরাও ক্রিকেট ছাড়াই পার করছেন দিনকাল। একঘেয়েমি কাটাতে ও সময়কে কিছুটা উপভোগ্য করে তুলতে নানা প্লাটফর্মই নিয়মিত লাইভ সেশনের আয়োজন করছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, ‘লাইভে আসবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চার ক্রিকেটার মাহমুদউল্লাহ, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস এবং লেন্ডল সিমন্স। সাথে থাকবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান। চোখ রাখুন স্পৃহা বাংলাদেশ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ফেইসবুক পেইজে শনিবার রাত ১০:৩০ মিনিটে।’

 

করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নানামুখী উদ্যোগ নিয়েছে। দলের ক্রিকেটারদের দিয়ে সচেতনতামূলক বার্তা প্রকাশের পর দলটির পক্ষ থেকে নিলামে তোলা হয়েছে একটি ব্যাট, যে ব্যাটে ২০১৯-২০ মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। করোনাকালে দলটির মহৎ উদ্যোগের সঙ্গী হয়েছে স্পৃহা ফাউন্ডেশন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বোলার বনে গেলেন মুশফিক-ইমরুল

ধোনির অবসরে মুশফিক-সাব্বিরদের প্রতিক্রিয়া

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব