Scores

রিয়াদ-গেইলদের স্বাক্ষর করা ব্যাটের নিলাম শুরু

করোনাভাইরাস মোকাবেলায় ক্রিকেট স্মারক নিলামে তোলার ধুম পড়েছে যেন। দেশের মানুষের ক্রিকেট প্রেমের কারণে ক্রিকেটাররা ক্রিকেট স্মারক নিলামে তুলে ভালো সাড়া পাচ্ছেন, যা অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। করোনার সংকটে সাহায্যপ্রার্থীদের পাশে দাঁড়াতে এবার নিলামে তোলা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিস গেইল, ইমরুল কায়েসদের স্বাক্ষর করা ক্রিকেট ব্যাট।

করোনা মোকাবেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনন্য উদ্যোগকরোনা মোকাবেলায় তহবিল গঠনে দলের সব ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলেছে বঙ্গবন্ধু বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই ব্যাটের নিলাম শুরু হয়েছে মঙ্গলবার (৫ মে) থেকে। করোনা সংকটে স্বাস্থ্যসেবা প্রচারণায় দলটির সাথে যুক্ত হয়েছে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন (এসবিএফ)।

Also Read - তামিমের জন্য টাকা বাঁচানো, ব্যাখ্যা দিলেন নাফিস

নিলাম থেকে অর্জিত অর্থের পুরোটাই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত হবে। এই ব্যাটের নিলামের প্রক্রিয়া এতু ভিন্ন। চলোসবাইডটকম (www.choloshobai.com) প্লাটফর্মে তহবিল গঠনের ব্যবস্থা করেছে স্পৃহা ফাউন্ডেশন, যারা তহবিলে অন্তত ৬ লাখ টাকা উত্তোলন করতে চায়।

এই ফাউন্ডেশনে যারা অনুদান দিবেন, তারাই পাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত ব্যাটটির মালিক হওয়ার সুযোগ। তহবিলে ১০ দিনের মধ্যে, অর্থাৎ আগামী ১৪ মে পর্যন্ত যিনি সবচেয়ে বেশি অনুদান দেবেন, তাকেই দেওয়া হবে এই ব্যাট।


করোনাভাইরাস মোকাবেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে দলটির ক্রিকেটারদের তারকাখ্যাতি কাজে লাগিয়ে করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির কাজ করেছে দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম জানিয়েছেন, ছোঁয়াচে নোভেল করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় আরও কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন তারা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

আরও ৪ ক্রিকেটার করোনা আক্রান্ত, স্থগিত ম্যাচ

ফেরত দেওয়া হচ্ছে সিডনি টেস্টের বিক্রিত টিকেট

শ্রীলঙ্কা পৌঁছেই কোভিড পজিটিভ হলেন মঈন

চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যেতে রাজি নয় ভারত

করোনার প্রকোপে সিডনির বিকল্প মেলবোর্ন