Scores

রুটকে আইপিএলে অংশ নিতে ইসিবির নিষেধাজ্ঞা!

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক জো রুটকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৯ আসরে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

রুটকে আইপিএলে অংশ নিতে ইসিবির নিষেধাজ্ঞা!

ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে আসছে বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে রুটের শতভাগ ফিটনেস নিশ্চিতের জন্যই দেশটির ক্রিকেট বোর্ডের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই এমন সিদ্ধান্ত গ্রহণের পথে হেঁটেছে ইসিবি।

Also Read - '২০১৯ বিশ্বকাপে ফেভারিট পাকিস্তান'


আগামী বছর ঘরের মাঠে ১০ দলের অংশগ্রহণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে লড়বে ইংল্যান্ড। মূলত এসকল গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোতে শতভাগ রুটকে পেতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে ইসিবি বলে ধারণা করা হচ্ছে।

ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও আসন্ন বিগ ব্যাশে খেলার জন্য সতীর্থ জস বাটলারের সাথে সিডনি থান্ডার্সে গত কয়েকদিন আগে নাম লিখিয়েছেন রুট। চুক্তি অনুযায়ী জনপ্রিয় ক্রিকেট লিগটিতে সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে উভয় ইংলিশ ক্রিকেটারের। বিগ ব্যাশে চুক্তিবদ্ধ হওয়ার পরপরই রুটকে আইপিএল নিয়ে এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে দেশটির ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, সবশেষ আইপিএলের নিলামে ডানহাতি এ ব্যাটসম্যানের প্রতি আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। যার ফলে অবিক্রিত অবস্থাতেই থাকতে হয় তাকে। ইসিবির নতুন সিদ্ধান্তের ফলে আসন্ন আইপিএলের নিলামে আর নিজের নাম উঠানোর সুযোগ পাচ্ছেন না তিনি।

জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের ছোট্ট সংস্করণে ২৮ ম্যাচ খেলা এ ক্রিকেটার এখনো পর্যন্ত ১২৮.৫৯ গড়ে করেছেন মোট ৭৮৭ রান। শতকের দেখা না পেলেও অর্ধশতক হাঁকিয়েছেন মোট চারবার। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ৯০ রানের।

তাছাড়া সবধরণের প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি লড়াইয়ে মোট ৬১ ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এ ক্রিকেটারের রান তোলার গড় ৩২.২৭। সর্বোচ্চ ৯২ রানের ইনিংসসহ ক্যারিয়ারে রান করেছেন আট অর্ধশতকের সাহায্যে সর্বমোট ১৪২০। বল হাতে সাফল্যের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট।


আরও পড়ুনঃ ‘২০১৯ বিশ্বকাপে ফেভারিট পাকিস্তান’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়