Scores

আমি রুট-স্টোকসদের ভয় পাই না : নাসিম শাহ

আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতা ইংলিশরা রয়েছে দুর্দান্ত ফর্মে। যদিও মাঠে নামার আগে স্বাগতিকদের হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ।

আমি রুট স্টোকসদের ভয় পাই না নাসিম শাহ

১৭ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডে আসার আগেই দুঃসাহসিক বার্তা ছড়িয়েছিলেন। সেবার অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের ভালো করে চিনতেনও না নাসিম। এবার তিনি মগ্ন নিজের জাত চেনানোয়। একইসাথে জানালেন, ইংলিশদের ভয় পান না তিনি।

Also Read - বৈরুতের বিস্ফোরণে মুশফিক-রিয়াদদের শোক


প্রথম টেস্টের আগে গণমাধ্যমের সাথে আলাপকালে নাসিম বলেন, জো রুট বেন স্টোকস অনেক ভালো মানের খেলোয়াড়। তাদের বিপক্ষে খেলা দারুণ অনুভূতি। ভালো খেলোয়াড়দের আমি শ্রদ্ধা করি। তবে তাদের ভয় পাই না।’

প্রতিপক্ষকে শ্রদ্ধা জানিয়ে নাসিম বলেন, ‘আমি তাদের সম্মান প্রদর্শন করবো। তবে তাদের দাপট দেখাতে দেব না এবং আমি কখনোই ভাববো না তারা ভালো বা বিশ্বমানের খেলোয়াড়। সেক্ষেত্রে আমি ভয় পেয়ে যাব।’


ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে আগে কখনো খেলা হয়নি নাসিমের। প্রথম সাক্ষাতেই তিনি ইংলিশদের মনে জায়গা করে নিতে চান বিধ্বংসী বোলিং দিয়ে।

নাসিম বলেন, ‘এই গ্রীষ্মে আমি ইংলিশ ব্যাটসম্যান ও সমর্থকদের মধ্যে আমার ব্যাপারে একটি ধারণা রেখে যেতে চাই। এই মুহূর্তে তারা জানে না আমি কে। কিন্তু সফর শেষ হতে হতে তারা আমার সম্পর্কে ভালোভাবেই জেনে যাবে!’

মাঠের বাইরে নাসিমের এই হুঙ্কার ২২ গজে কতটা কাজ করে সেটাই এখন দেখার বিষয়!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জিম্বাবুয়ের পাকিস্তান সফরসূচি চূড়ান্ত

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট